এই কদিন আগেও ক্রিকেট দুনিয়ায় খুব একটা পরিচিত মুখ ছিলেন না বাবর আজম। সেই বাবরই এখন বসে গেছেন পাকিস্তান ক্রিকেটের দুই কিংবদন্তির নামের পাশে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করায় বাবরের নাম উচ্চারিত হচ্ছে জহির আব্বাস ও সাঈদ আনোয়ারদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১২০, ১২৩ ও ১১৭!
কদিন পর ২২ পূর্ণ করার অপেক্ষায় থাকা এই ব্যাটসম্যানের কীর্তি তাঁকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তিন ম্যাচের সিরিজের প্রতিটিতেই সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। এর আগে যে কীর্তি ছিল কুইন্টন ডি ককের। ডি কককে আরেক দিক দিয়ে পেরিয়ে গেছেন তিনি। তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে ডি ককের (৩৪২) চেয়ে তাঁর রান এখন বেশি (৩৬০)।
একটি নির্দিষ্ট প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সেঞ্চুরি করার কৃতিত্ব শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন লঙ্কান ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই তারকা।
ওপরের নামগুলো ছাড়াও টানা তিনটি সেঞ্চুরি আছে আরও চারজনের। হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও রস টেলরের। অভিজাত এই তালিকায় কিন্তু বাবর মাত্র অষ্টম ব্যাটসম্যান। ডি কক আর বাবর বাদে বাকি ছয়জনই নিজ নিজ দেশের কিংবদন্তিতুল্য তো বটেই, যার সর্বাগ্রে আছেন জহির আব্বাস।