নভেম্বরে ৫ম বাংলাদেশ ডেনিম এক্সপো

Author Topic: নভেম্বরে ৫ম বাংলাদেশ ডেনিম এক্সপো  (Read 1010 times)

Offline naser.te

  • Hero Member
  • *****
  • Posts: 526
  • No dialogue, just do what you should do.
    • View Profile
আগামী ৮ ও ৯ নভেম্বর রাজধানীর বসুন্ধরা  আর্ন্তজাতিক কনভেনশন সেন্টারে ৫ম বাংলাদেশ ডেনিম প্রদর্শণি অনুষ্ঠিত হবে। এতে সারা বিশ্ব থেকে প্রায় ৫ হাজার দর্শণার্থী অংশ গ্রহণ করতে যাচ্ছে।

এবারের সংস্করণে ১৬টি দেশ হতে ৫৫টি কোম্পানি তাদের ডেনিমপন্য প্রদর্শণ করতে যাচ্ছে।এবারই প্রথম প্রদর্শকদের মধ্য থেকে কমপক্ষে ১৬ টি ডেনিম ফেব্রিকমিল উপস্থিত থাকবে।

এবারের প্রতিপাদ্য ন্যাচারাল ডেনিম। এই বিষয়টি সামনে রেখে বাংলাদেশ ডেনিম এক্সপোর মুল উদ্দেশ্য টেকশই জিন্স উৎপাদন নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে ন্যাচারাল জিন্স, জিন্সের কাপড়, ওয়াস এবং প্রকৃতির সাথে সমন্বয় করে ডেনিম উৎপাদন উপস্থাপন করা হবে। তাছাড়া এই আর্ন্তজাতিক প্রদর্শণীর ট্রেন্ড জোনে ন্যাচরাল ডেনিম পণ্যগুলো প্রদর্শিত হবে।

থিম সম্পর্কে বাংলাদেশ ডেনিম এক্সপোর সিইও জনাব মোস্তাফিজ উদ্দিন বলেন, মানুষ প্রকৃতি থেকে যে শান্তি ও ভালবাসার বন্ধন খুঁজে পায় সেটা তারা ফ্যাশনে খুঁজে বেড়ায়।

আর্ন্তজাতিক এই প্রদর্শণীতে ৪ টি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে জাতীয় এবং আন্তজাতিক পর্যায়ের ডেনিম বিশেষজ্ঞরা বিশ্ব ব্যাপি ডেনিম সাপ্লাই চেইনের বিভিন্ন গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করবেন।

সেমিনারের দু'টি বিষয় হলো- ডেনিম ওয়াশের নতুন উপায় এবং তৈরি পোশাক শিল্প উৎপাদনে অর্থনৈতিক উন্নতি।

এই বছর এপ্রিলে অনুষ্ঠিত ৪র্থ বাংলাদেশ ডেনিম প্রদর্শণীতে বিশ্বের ৪৩টি দেশ হতে চার হাজারের বেশি দর্শণার্থী উপস্থিত হয়।

বাংলা অ্যাপারেল
Abu Naser Md. Ahsanul Haque
Assistant Professor
TE, DIU

Offline smriti.te

  • Hero Member
  • *****
  • Posts: 634
  • Test
    • View Profile
Thanks for shearing..