ডেভেলপমেন্ট ব্যাংকে ‘সিনিয়র অফিসার’ নিয়োগ

Author Topic: ডেভেলপমেন্ট ব্যাংকে ‘সিনিয়র অফিসার’ নিয়োগ  (Read 1549 times)

Offline Md. Fouad Hossain Sarker

  • Sr. Member
  • ****
  • Posts: 424
  • FHS
    • View Profile
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার’ এর ৮২ (বিরাশি) শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে প্যানেল প্রস্তুতির নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম : সিনিয়র অফিসার

পদ সংখ্যা : ৮২

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক ডিগ্রী এবং অন্যান্য একাডেমিক পরীক্ষার যে কোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ (সমমানের সিজিপিএ) থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

‘ও’ লেভেল বা ‘এ’ লেভেল পাস হলে স্থানীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সার্টিফিকেট সংগ্রহ করে তথ্য প্রদান করতে হবে।

বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়স : ১-১০-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা : ২৩ অক্টোবর হতে ১৩ নভেম্বর ২০১৬ পর্যন্ত।

আবেদন পদ্ধতি : বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php)  অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
Md. Fouad Hossain Sarker
Assistant Professor and Head
Department of Development Studies
Faculty of Humanities and Social Sciences
Daffodil International University
Dhaka-1207

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
Good opportunity for the students. Thanks for sharing sir.
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University