কুফর সম্পর্কে অামাদের সকলের ধারনা থাকলেও একটু মিলিয়ে নিতে পারি

Author Topic: কুফর সম্পর্কে অামাদের সকলের ধারনা থাকলেও একটু মিলিয়ে নিতে পারি  (Read 1223 times)

Offline momin

  • Newbie
  • *
  • Posts: 23
    • View Profile
কুফর সম্পর্কে অামাদের সকলের ধারনা থাকলেও একটু মিলিয়ে নিতে পারি। যাতে করে আমরা সতর্ক থাকতে পারি।

কুফর শব্দের আভিধানিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি।

আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোন একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়।
কুফর হলো ইমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান। আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোন ব্যক্তি যদি ইসলামের কোন মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়।

মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে যেমন: আল্লাহ্তায়লার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করা, আল্লাহর গুনাবলি অশ্বিকার করা, ইমানের মৌলিক সাতটি বিষয়ে অবিশ্বাস করা, মৌলিক ইবাদতগুলো অশ্বীকার করা, হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা ইত্যাদি।

হে আল্লাহ্ তুমি আমাদের বিষয়টি বুঝার এবং তা থেকে বেচে থাকার তৌফিক দান কর। আামিন।।