বাংলাদেশে ইন্টারনেটের বাইরে ১৪ কোটি মানুষ

Author Topic: বাংলাদেশে ইন্টারনেটের বাইরে ১৪ কোটি মানুষ  (Read 874 times)

Offline sisyphus

  • Sr. Member
  • ****
  • Posts: 424
  • RAM
    • View Profile
র্তমান বিশ্বে ইন্টারনেট থেকে বঞ্চিত মানুষের সংখ্যা ৪০০ কোটি। এর মধ্যে বাংলাদেশে ইন্টারনেট থেকে বঞ্চিত মানুষ আছে ১৪ কোটি। সেই হিসাবে ইন্টারনেট থেকে বঞ্চিত একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। জনসংখ্যার হিসাবে পিছিয়ে থাকলেও সার্বিকভাবে ইন্টারনেট ব্যবহারে ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৬। ইন্টারনেট ব্যবহার নিয়ে ‘ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স: ব্রিজিং ডিজিটাল ডিভাইডস’ শীর্ষক এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওআরজির সহায়তায় গবেষণাটি করেছে যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ২০০৫ সাল-পরবর্তী এক যুগে ইন্টারনেট ব্যবহারে একটি দেশ কতটা এগোল এবং এটি ব্যবহার করে সেই সব দেশের সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, মূলত সে বিষয়টি গবেষণায় তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের সরকারি হিসাবে, এ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৬ কোটি ৭০ লাখ, যা দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। আর গবেষণার হিসাব বিবেচনায় নিলে বাংলাদেশের ১৬ কোটি জনসংখ্যার ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের র্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে থাকা বাংলাদেশের সার্বিক স্কোর ৫৭ দশমিক ৮। এর মধ্যে ইন্টারনেট ব্যবহার সহজলভ্যতায় ৪৩ নম্বর নিয়ে বাংলাদেশ আছে ৫০ নম্বরে। ইন্টারনেটের ক্রয়ক্ষমতা সূচকে বাংলাদেশ রয়েছে ৩০ নম্বরে, স্কোর ৭৮। বাকি দুটি সূচকে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৫৭ ও ৪৩।

বৈষম্য কমিয়ে আনতে করণীয় সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, কম দামে ইন্টারনেট প্রাপ্তি নিশ্চিত হলেই এ বৈষম্য কমবে না। ইন্টারনেট ব্যবহার করে মানুষ যাতে তাঁদের জীবনের বিদ্যমান সমস্যার সমাধান করতে পারে, এমন উদ্যোগ বেশি করে নিতে হবে। এ জন্য প্রতিটি দেশের সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তথ্যসূত্রঃ প্রথম আলো
Mr. Rafi Al Mahmud
Sr. Lecturer
Department of Development Studies
Daffodil International University