উচ্ছসিত প্রধানমন্ত্রীর ফোনে অভাবনীয় জয়ের আনন্দ দ্বিগুণ হলো টাইগার শিবিরে !

Author Topic: উচ্ছসিত প্রধানমন্ত্রীর ফোনে অভাবনীয় জয়ের আনন্দ দ্বিগুণ হলো টাইগার শিবিরে !  (Read 952 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
ব্যতিক্রম হলোনা এবারেও, শত ব্যস্ততার ফাঁকে নিজের উচ্ছ্বাস প্রকাশে ফোন করলেন টাইগারদের

সময়ের কণ্ঠস্বর-

বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের মত নিজের উচ্ছ্বাস প্রকাশে বরাবরই সরব ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপুর্ন দায়িত্ব পালনের মধ্যেও  সুযোগ পেলেই মাঠে ছুটে যান তিনি । আর কোনভাবে সেটা সম্ভব না হলে   দলের ক্রিকেটারদের সঙ্গে ফোনে কথা বলে উৎসাহ যোগান, অভিনন্দন জানান নিয়ম করেই । খোদ প্রধানমন্ত্রীর ফোনে অবধারিতভাবেই অনেক বেশি উতফুল্ল হয়ে উঠে ক্রিকেটারেরা।

এ দফায়  শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পরও তার ব্যতিক্রম হলো না। শনিবার রাতে জয়ের পর মাশরাফি ও তামিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে বলেছেন তিনি। এসময় তিনি মাশরাফি তামিম বাদেও দলের আরও কয়েকজনের সাথে কথা বলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন , শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জয়ের পর দলপতি মাশরাফি বিন মর্তুজা এবং ম্যাচের নায়ক তামিম ইকবালকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি।