কমপিউটারের পারফরমেন্স বাড়ান বায়োস সেটিং
কমপিউটার বুটিং হওয়ার সময় ডিলিট কী চেপে বায়োসে প্রবেশ করুন (কমপিউটারভেদে F1, F10 ইত্যাদি)৷ তারপর নিচের অপশনগুলো পরিবর্তন করুন-
Quick power on self test এনাবল রাখুন
Boot up floppy seek ডিজাবল করুন
ফার্স্ট বুট ডিভাইস হিসেবে HDD-0 কে সেট করুন
Report no FDD for windows ডিজাবল করুন
CPU L1 (internal cache) এনাবল রাখুন
CPU L2 (external cache) এনাবল রাখুন
PCI/VGA palette snoop ডিজাবল করুন
IDE HDD auto detection এনাবল রাখুন
Video ram shadow এনাবল রাখুন
Antivirus protection এনাবল রাখুন
AGP apparature size আপনার মোট ৠামের এক-চতুর্থাংশ নির্ধারণ করে দিন
HDD smart capability এনাবল রাখুন
রেজিস্ট্রি এডিটিং
স্টার্ট মেনু থেকে রানে ক্লিক করে এর উইন্ডোতে regedit লিখে এন্টার করুন৷ এখন রেজিস্ট্রিকে নিম্নলিখিতভাবে পরিবর্তন করুন৷
HKEY_CURRENT_USER\Control panel\Desktop -এ যান৷ এবার ডান পাশের প্যানেল হতে MenushowDelay -তে ডবল ক্লিক করে Value Data -এর নাম ১ করে দিন৷ ওকে করে বেরিয়ে আসুন৷ এতে আপনার স্টার্ট মেনুর স্পিড বাড়বে৷
কমপিউটারে ইমেজ আছে, এমন ফোল্ডারের থাম্বনেইল ভিউ অপশন বন্ধ করতে চাইলে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Current Version\Explorer \Advanced -এ গিয়ে Disable Thumbnail Cache -এর Value data 0 (শূন্য)সেট করে দিন৷
Windows -এর বিভিন্ন অপশনের টিপস ডিজাবল করে কমপিউটারের র্যামের উপর থেকে চাপ কমাতে পারেন৷ এজন্য HKEY_CURRENT_USER\ Software\Microsoft\Windows\Current Version\Explorer\Advanced লোকেশনের Enable Ballon Tips -এর Value data 0 করে দিন৷
বুটিং, শাটডাউন প্রভৃতির ক্ষেত্রে স্ট্যাটাস মেসেজ অফ করে পিসির বুটিং, শাটডাউনকে করতে পারেন গতিশীল৷ এজন্য HKEY_LOCAL_MACHINE\ Software\Microsoft\Windows\Current Version\Policies\System -এর ডানপাশে রাইট ক্লিক করে নিউতে গিয়ে DWORD টাইপ ভ্যালু তৈরি করুন এবং এর নাম হবে Disable Status Messages ৷ এর মান ১ করে দিন৷
উপরোল্লিখিত ভ্যালুগুলো যদি আগে থেকেই তৈরি না করা থাকে, তবে উল্লেখিত নামেই নতুনভাবে তৈরি করে নিন এবং ভ্যালুগুলো হবে DWORD টাইপ৷