Belief : Hadith 32

Author Topic: Belief : Hadith 32  (Read 722 times)

Offline refath

  • Full Member
  • ***
  • Posts: 233
    • View Profile
Belief : Hadith 32
« on: April 18, 2017, 06:29:50 PM »
Narrated 'Aisha:

Once the Prophet (sallallahu 'alaihi wa sallam) came while a woman was sitting with me. He said, "Who is she?" I replied, "She is so and so," and told him about her (excessive) praying. He said disapprovingly, "Do (good) deeds which is within your capacity (without being overtaxed) as Allah does not get tired (of giving rewards) but (surely) you will get tired and the best deed (act of Worship) in the sight of Allah is that which is done regularly."

মুহাম্মদ ইব্নুল মুসান্না (র) ......... ‘আয়িশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা)  একবার তাঁর কাছে আসেন, তাঁর নিকট এক মহিলা ছিলেন। রাসূলুল্লাহ্ (সা)  জিজ্ঞাসা করলেনঃ ‘ইনি কে? আয়িশা (রা) উত্তর দিলেন অমুক মহিলা, এ বলে তিনি তাঁর সালাতের উল্লেখ করলেন। রাসূলুল্লাহ্ (সা)  বললেনঃ ‘থাম, তোমরা যতটুকু সামর্থ্য রাখ, ততটুকুই তোমাদের করা উচিৎ। আল্লাহ্‌র কসম! আল্লাহ্ তা’আলা ততক্ষন পর্যন্ত (সওয়াব দিতে) বিরত হন না, যতক্ষন না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পর। আল্লাহ্‌র কাছে সবচাইতে পছন্দনীয় আমল তা-ই, যা আমলকারী নিয়মিত করে থাকে।

Refath Ara Hossain
Lecturer
Department of CSE
Daffodil International University