অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর মেয়াদী এলএলবি (পাস) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করবে বাংলাদেশ বার কাউন্সিল।
আজ (২৪ এপ্রিল) আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে বার কাউন্সিল সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে বার কাউন্সিল কিছু শর্ত উল্লেখ করে দিয়েছে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড পেতে শর্তগুলো হল-
১. যারা গত ২ ফেব্রুয়ারি ২০১৭ এর আগে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর মেয়াদী এলএলবি (পাস) কোর্স সম্পন্ন করেছেন এবং উক্ত তারিখের আগে বার কাউন্সিলে ইন্টিমেশন ফরম যথাযথ ভাবে দাখিল করেছেন।
২. আগামী ২ জুন, ২০১৭ এর মধ্যে যাদের শিক্ষানবিশ কাল ছয় মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হবে।
৩. অনুমোদিত বিশ্ববিদ্যালয় বলতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)/শিক্ষা মন্ত্রণালয়/সুপ্রিম করত/বার কাউন্সিল।এনরোলমেন্ট কমিটি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বুঝানো হয়েছে।
৪. পুনরায় রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে প্রার্থির আগের রেজিস্ট্রেশন কার্ড/প্রবেশপত্র এবং স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে মূল কপি বার কাউন্সিলে জমা দিতে হবে। প্রত্যয়নপত্র যথাযথ কর্তৃপক্ষ (রেজিস্ট্রার ও আইন বিভাগের প্রধান/ডীন) কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
৫. এই নোটিশের সাথে যুক্ত ‘নমুনা ফরম’টি ডাউনলোড করে উল্লেখিত কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে অযোগ্যতাগুলো নিম্নরূপ
১. বার কাউন্সিলের বিধি বহির্ভুত কোন প্রার্থী রেজিস্ট্রেশন কার্ড পাবেন না। মিথ্যা তথ্য/বিতর্কিত/ভুয়া/জাল সার্টিফিকেট জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পরে সেটা বাতিল করা হবে।
২. উপরোল্লিখিত শর্তাবলীতে যা কিছুই থাকুক না কেন, কোন প্রার্থীর রেজিস্ট্রেশন কার্ড কোনো কারণ দর্শাণো ছাড়াই প্রদান/বাতিলের ক্ষমতা বার কাউন্সিলের আছে।
৩. উপরোল্লিখিত শর্তসমূহে সংযোজন/বিয়োজন হলে তা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট (
www.barcouncil.gov.bd) থেকে জানা যাবে।
বিশেষ দ্রষ্টব্য: নোটিশ প্রকাশের দুই কার্য দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় অনুযায়ী (university wise) বিস্তারিত তালিকা বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হবে। নোটিশে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থিদের বার কাউন্সিলে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ড সংক্রান্ত কার্যক্রম (নির্দেশনা ও শিডিউল) মোতাবেক সম্পাদন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Shared from
http://lawyersclubbangladesh.com/bangla/2017/04/24/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0/Accessed on 24/04/2017