যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থা’ এ উদ্যোগ নেয়। সংগঠনের ওই ২১ সদস্য গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার হাশিমপুর গ্রামের কৃষক শাহীন হোসেনের ১৩ কাঠা এবং সবুর বিশ্বাসের নয় কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এই তরুণেরা বলছেন, অন্যদের কাছে তাঁদের একটাই বার্তা: অবসরে এমন কাজ করলে সম্মান বাড়বে ছাড়া কমবে না।সংগঠনের সভাপতি জহির ইকবাল প্রথম আলোকে বলেন, ‘অতিবৃষ্টির কারণে যশোর অঞ্চলের কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দরিদ্র কৃষকেরা চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। যে কারণে আমরা দুজন কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। এর মধ্য দিয়ে আমরা অন্য তরুণ-যুবকদের এই বার্তা দিয়েছি যে ছুটির দিনে নিজের এলাকার কৃষকের খেতের ধান কেটে সহায়তা করা যায়। এতে সম্মান বাড়বে ছাড়া কমবে না।’
তথ্য সূত্র ঃ
http://www.prothom-alo.com/bangladesh/article/1170016