স্মার্টমিটার ও বাংলাদেশ

Author Topic: স্মার্টমিটার ও বাংলাদেশ  (Read 932 times)

Offline shawket

  • Jr. Member
  • **
  • Posts: 99
    • View Profile
ধরুন, আপনি থাকেন ঢাকায়। গ্রামের বাড়িতে বাবা-মা থাকে। মাসশেষে বাড়ির ঠিকানায় বিদ্যুত্ বিল আসে। কেউ একজন জমা দিয়ে দেয়। কোনো মাসে বাবা-মা বলে, বিদ্যুত্ বিল ব্যবহারের তুলনায় বেশি এসেছে। শুনে আপনারও খারাপ লাগে। কেউ হয়ত আপনার বিদ্যুত্ চুরি করে ব্যবহার করছে, বিল গুনতে হল আপনার।

ইন্টারনেটের যুগে প্রযুক্তি এখন সহজলভ্য। প্রযুক্তি মানুষের জীবনকে করছে সহজ। স্মার্টমিটার ব্যবস্থায় আপনার বিদ্যুত্ব্যবহারের পরিমাণ জানতে পারবেন মুহুর্তে। মিটার চালু করার পর আপনি স্মার্টফোন থেকে ঘণ্টা, দিন, সপ্তাহ এমনকি মাসের বিদ্যুত্ ব্যবহার জানতে পারবেন। আপনি স্মার্টফোনে সেট করে দিতে পারবেন কোনো নির্দিষ্ট মাসে কী পরিমাণ বিদ্যুত্ ব্যবহার করতে চান। বিদ্যুতের ব্যবহার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে আপনার ই-মেইলে মেসেজ আসবে।

স্মার্টফোন দিয়ে কেনাকাটা করা যায়। বাড়ির সবজি থেকে শুরু করে বিমান টিকেট অর্ডার করা যায়। পরিশোধ করা যায় তাদের মূল্য। স্মার্টমিটার ব্যবহার করলে ঘরে বসেই বিল পরিশোধ করা যায়। স্মার্টমিটারের ক্ষেত্রে মিটার এবং কেন্দ্রীয় ব্যবস্থার মধ্যে দ্বিমুখী যোগাযোগ হয়ে থাকে। স্মার্টমিটার প্রধানত বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহূত হলেও গ্যাস ও পানির ক্ষেত্রেও ব্যবহূত হয়।

১৯৭২ সালে থিওডর জর্জ টেড পারাসকেভাকস যুক্তরাষ্ট্রের আলবামায় এক ধরনের মনিটরিং সিস্টেম চালু করেন যাতে নিরাপত্তা, আগুন, স্বাস্থ্য সংকেত এবং মিটার পড়ার সক্ষমতা ছিল। স্মাটমিটার থেকে গ্রাহক দুই ধরনের সুবিধা পেয়ে থাকে। যে কোনো গ্রাহক তাত্ক্ষণিকভাবে তা দেখতে পায়। বাসার সামনে মিটারে বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ দৃশ্যমান হওয়ায় ভোক্তা তার ব্যবহার নিয়ে সচেতন থাকে। স্মার্টমিটার ব্যবহারের কারণে বিদ্যুত্ সাশ্রয়ী হওয়ায় বিভিন্ন দেশ সরকারিভাবে তাদের সকল নাগরিকের বাসায় স্মার্টমিটার লাগানোর প্রকল্প হাতে নিয়েছে। যুক্তরাজ্যে ২০২০ সালের মধ্যে তাদের সকল নাগরিকের বাড়িতে স্মার্টমিটার লাগানো নিশ্চিত করছে।

উন্নত দেশের পাশাপাশি বাংলাদেশেও স্মার্টমিটার ব্যবহারের কার্যক্রম শুরু হয়েছে। গত ২৫ মে বিদ্যুত্ ভবনে ‘বিপিডিবি স্মার্ট মিটার’ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কুমিল্লার ৫০০ বাড়ি এবং ১০০ শিল্পকারখানায় পাইলট প্রকল্প শেষে আনুষ্ঠানিকভাবে এ স্মার্টমিটার কাজ করছে। এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করেছে অ্যাপ্লম্বটেকবিডি নামে দেশীয় এক কোম্পানি। বর্তমানে সেখানে ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ ব্যবহার করে বিকাশ, রবিক্যাশ বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে যে কোনো সময় বিল পরিশোধ করা যাচ্ছে। বিদ্যুত্ ব্যবহারকারী যে কোনো সময় তার স্মার্টফোন থেকে ব্যবহারের পরিমাণ জানতে পারছে। ভবিষ্যতে বিল কত হবে তা অনুমান করা যাবে।

সাধারণত আমাদের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে বিদেশি প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতা নেয়া হয়। প্রকল্প বাস্তবায়ন শেষে তারা চলে যায়। পরবর্তীসময়ে উন্নয়ন প্রকল্পে কোনো সমস্যা সৃষ্টি হলে সমাধান করতে অনেক সময় লেগে যায়। আবার কিছু কিছু প্রকল্পে সমাধান করা সম্ভব হয় না। দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন প্রকল্প সম্পন্ন হলে তিন ধরনের সুবিধা পাওয়া যায়।

প্রথমত, উন্নয়ন প্রকল্পের পেছনে মোটা অঙ্কের খরচের বড় একটি অংশ দেশে থেকে যায়। শুধুমাত্র কারিগরি যন্ত্রপাতি আমদানির টাকা বাইরে যায়। বাকি টাকা দেশে থাকে। দেশের রিজার্ভে চাপ কম পড়ে। দ্বিতীয়ত, প্রকল্পের কোনো অংশে সমস্যা দেখা দিলে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান তা দ্রুততম সময়ে সমাধান করে দিতে পারে। কারিগরি কার্যক্রম বিদেশি প্রতিষ্ঠান পরিচালনা করলে তা সম্ভব হয় না। তৃতীয়ত, প্রকল্পগুলোতে দেশিয় প্রতিষ্ঠান কাজ করার সুযোগ পেলে প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা বাড়ে। দেশ স্বনির্ভর হওয়ার সুযোগ পায়।

বাংলাদেশের সমগ্র বিদ্যুত্ ব্যবস্থায় স্মার্টমিটার চালু হলে আমাদের জীবনযাপনে কয়েক ধরনের পরিবর্তন আসবে। কোনো কারণে লোডশেডিং হওয়ার মত অবস্থা হলে বিদ্যুত্ বিতরণকারী কর্তৃপক্ষ গ্রাহকের কাছে মেসেজ পাঠাবে যেন আপনার বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ একটি নির্দিষ্ট পরিমাণের নিচে রাখুন, নাহয় আপনার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। স্মার্টমিটার ব্যবস্থা চালুর কারণে বাংলাদেশে বিদ্যুত্ ব্যবহারে সচেতনতা বাড়বে। বিদ্যুতের সাশ্রয় হবে। ভবিষ্যতে স্মার্টহোম, স্মার্টসিটি এবং স্মার্টগ্রিডের পথে এগিয়ে যাওয়া সহজ হচ্ছে।

Offline fahad.faisal

  • Hero Member
  • *****
  • Posts: 734
  • Believe in Hard Work and Sincerity.
    • View Profile
Re: স্মার্টমিটার ও বাংলাদেশ
« Reply #1 on: January 29, 2018, 08:25:39 PM »
Nice Writing. It was really informative.
Fahad Faisal
Department of CSE