কাজের সফরে দরকারি যন্ত্র

Author Topic: কাজের সফরে দরকারি যন্ত্র  (Read 754 times)

Offline Md. Sazzadur Ahamed

  • Hero Member
  • *****
  • Posts: 587
  • Test
    • View Profile
    • DIU Web Profile
ব্যবসার তাগিদে দেশে দেশে ঘোরার ইতিহাস বেশ আগ থেকেই। প্রযুক্তির কল্যাণে ঘোরাঘুরিসহ অনেক কিছুই সহজ হয়ে উঠেছে। আপনি যদি ব্যবসার কাজে প্রায়ই ভিন্ন জায়গায় যান, তাহলে ব্যবসায়িক ভ্রমণে সঙ্গে রাখতে পারেন এমন কিছু গ্যাজেট, যা আপনার ‘বিজনেস মিটিং’কে করবে অনেকাংশেই সাবলীল। সে ধরনের কিছু গ্যাজেটের তথ্য তুলে ধরা হলো এখানে

পকেট প্রজেক্টর

ব্যবসায়িক কাজে খদ্দেরকে পণ্য বা পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করতে প্রজেক্টরের জুড়ি নেই। তবে অনেক হোটেলেই ব্যবসায়িক সাক্ষাতের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। তাই সঙ্গে রাখতে পারেন ‘পকেট প্রজেক্টর’। আকারে ছোট হওয়ায় সহজে বহন করা যায় এমন প্রজেক্টরগুলো। প্রায় ৫০ ইঞ্চি পর্দার জোগান দিতে পারা পকেট প্রজেক্টরগুলো কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন দিয়েও পরিচালনা করা যায়।

ইউএসবি চার্জিং স্টেশন

ব্যবসায়ীদের সঙ্গে সাধারণত অনেক বেশিই প্রযুক্তি পণ্য থাকে। স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ এমন অনেক কিছুই। তবে সব যন্ত্রের চার্জার বহন করতে গিয়েও পড়তে হয় আরেক ঝামেলায়। আবার অনেক হোটেলে চার্জার পোর্টও যথেষ্ট থাকে না। ভ্রমণে সে ক্ষেত্রে সঙ্গে রাখতে পারেন ‘ইউএসবি চার্জিং স্টেশন’। চার্জিং স্টেশনগুলোতে অ্যান্ড্রয়েড, আইফোনসহ প্রায় জুতসই সব স্মার্ট যন্ত্রের জন্যই পোর্ট দেওয়া থাকে। এ ছাড়া তো থাকছে ইউএসবি পোর্ট।


ব্যবসার তাগিদে দেশে দেশে ঘোরার ইতিহাস বেশ আগ থেকেই। প্রযুক্তির কল্যাণে ঘোরাঘুরিসহ অনেক কিছুই সহজ হয়ে উঠেছে। আপনি যদি ব্যবসার কাজে প্রায়ই ভিন্ন জায়গায় যান, তাহলে ব্যবসায়িক ভ্রমণে সঙ্গে রাখতে পারেন এমন কিছু গ্যাজেট, যা আপনার ‘বিজনেস মিটিং’কে করবে অনেকাংশেই সাবলীল। সে ধরনের কিছু গ্যাজেটের তথ্য তুলে ধরা হলো এখানে

পকেট প্রজেক্টর

ব্যবসায়িক কাজে খদ্দেরকে পণ্য বা পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করতে প্রজেক্টরের জুড়ি নেই। তবে অনেক হোটেলেই ব্যবসায়িক সাক্ষাতের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। তাই সঙ্গে রাখতে পারেন ‘পকেট প্রজেক্টর’। আকারে ছোট হওয়ায় সহজে বহন করা যায় এমন প্রজেক্টরগুলো। প্রায় ৫০ ইঞ্চি পর্দার জোগান দিতে পারা পকেট প্রজেক্টরগুলো কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন দিয়েও পরিচালনা করা যায়।

 ইউএসবি চার্জিং স্টেশন

ব্যবসায়ীদের সঙ্গে সাধারণত অনেক বেশিই প্রযুক্তি পণ্য থাকে। স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ এমন অনেক কিছুই। তবে সব যন্ত্রের চার্জার বহন করতে গিয়েও পড়তে হয় আরেক ঝামেলায়। আবার অনেক হোটেলে চার্জার পোর্টও যথেষ্ট থাকে না। ভ্রমণে সে ক্ষেত্রে সঙ্গে রাখতে পারেন ‘ইউএসবি চার্জিং স্টেশন’। চার্জিং স্টেশনগুলোতে অ্যান্ড্রয়েড, আইফোনসহ প্রায় জুতসই সব স্মার্ট যন্ত্রের জন্যই পোর্ট দেওয়া থাকে। এ ছাড়া তো থাকছে ইউএসবি পোর্ট।

 ব্যাটারি প্যাক

ব্যবসায়িক কাজে যাঁরা খুব বেশি ব্যস্ত থাকেন, তাঁদের ফোনে ব্যাটারির চার্জ থাকাটা খুবই জরুরি। তবে আজকালকার স্মার্টফোনগুলোর নিজস্ব ব্যাটারি খুব একটা সঙ্গ দেয় না। তাই সঙ্গে রাখতে পারেন ব্যাটারি প্যাক বা পাওয়ার ব্যাংক। মানসম্মত ব্যাটারি প্যাকগুলো দীর্ঘক্ষণ আপনার ফোনকে চার্জ করতে সক্ষম।

স্মার্টপেন

প্রযুক্তিযুগের সঙ্গে পাল্লা দিয়ে বহুগুণ এগিয়ে থাকলেও হাতে লেখার সরাসরি বিকল্পতে যেন এখনো আমরা অভ্যস্ত নই। তবে প্রযুক্তিও কম যায় না, সেই তথা কথিত কলম বা পেনসিলের বদলে এনেছে স্মার্টপেন। স্মার্টপেনগুলোতে হাতের লেখা শনাক্তকরণের প্রযুক্তি ব্যবহার করা হয়। যাতে আপনি যেখানেই লিখুন না কেন, স্মার্টপেন তা আপনার স্মার্ট যন্ত্রে সংরক্ষণ করতে সক্ষম। সে লেখা পরবর্তী সময়ে স্মার্টফোন কিংবা ল্যাপটপ থেকে পরিবর্তনও করা যায়। আপনার আগামী ব্যবসায়িক ভ্রমণে গুরুত্বপূর্ণ নোট লিখতে ব্যবহার করতে পারেন স্মার্টপেন।

পকেট জিপিএস ট্র্যাকার

বাণিজ্যের খাতিরে আপনি নানা জায়গা বা দেশ-বিদেশ ঘুরেফিরে থাকেন। ভ্রমণে আপনার গুরুত্বপূর্ণ কিছু সহজেই হারিয়ে যেতে পারে। তাই জরুরি ফাইল, ব্যাগ এমনকি মানিব্যাগেও রাখতে পারেন পকেট ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ বা জিপিএস ট্র্যাকার। এই পাতলা জিপিএস ট্র্যাকারগুলো স্মার্টফোনের মাধ্যমে আপনার জিনিসপত্রের অবস্থান জানাতে সক্ষম। এ ছাড়া পকেট জিপিএস ট্র্যাকার আপনার স্মার্টফোন থেকে নির্দিষ্ট দূরত্বে সরে গেলে সংকেত বাজাতে থাকবে।

তারহীন ইয়ারবাড

ব্যবসায়ীদের সারা দিন অসংখ্য ফোনকলের সম্মুখীন হতে হয়। তাই দীর্ঘক্ষণ বা ঘন ঘন ফোন কানে ধরা বেশ বিরক্তিকর। তবে আজকাল বাজারে তারহীন ইয়ারবাড (ছোট ইয়ারফোন) পাওয়া যায়। মানসম্মত ইয়ারবাড কানের ভেতরে এমনভাবে আটকে থাকে যেন এর উপস্থিতি টেরই পাওয়া যায় না। ব্যবসায়ীদের এটি খুব উপকারে আসে। তাই সঙ্গে রাখতে পারেন তারহীন ইয়ারবাড। তবে টানা দীর্ঘ সময় ধরে এ ধরনের গ্যাজেট ব্যবহার করা উচিত নয়।
Md. Sazzadur Ahamed
Assistant Professor & ​Program Coordinator
​B.Sc. Program Coordinator (CSE)
Dept. of Computer Science and Engineering
Daffodil International University
Daffodil Smart City, Birulia, Savar, Dhaka-1216

Offline moonmoon

  • Full Member
  • ***
  • Posts: 206
  • Test
    • View Profile
Re: কাজের সফরে দরকারি যন্ত্র
« Reply #1 on: July 09, 2017, 01:00:57 PM »
Helpful post