জমজমের পানির ফযিলত ও পান করার নিয়ম

Author Topic: জমজমের পানির ফযিলত ও পান করার নিয়ম  (Read 1154 times)

Offline shawket

  • Jr. Member
  • **
  • Posts: 99
    • View Profile
 জমজম মুসলমানদের জন্য খোদার পক্ষ হতে বিশেষ নেয়ামত। পৃথিবীর আশ্চর্য জিনিসের অন্যতম। জমজম কুপের পানি চৌদ্দশত বছর ধরে প্রবহমান। বিশ্বের এমন কোন কুপ নেই যেটা ধারাবাহিকভাবে বহু শতাব্দি ধরে পানি সরবরাহ করছে। জমজম কূপের উৎস কী তা আজোও কেউ আবিষ্কার করতে পারেনি। হয়তোবা জান্নাতের কোন উৎস থেকে হবে। কোরআন হাদীসে জমজমের উৎস সর্ম্পকে কোন বর্ণনা নেই।

তবে জমজমের পানি সুপেয়। জমজমের পানি পান করার পূর্বে দোয়া করলে সে দোআ কবুল হওয়ার কথা সহীহ হাদীসে বর্ণিত আছে। জমজমের পানি বরকতময় পানি। বিজ্ঞ ব্যক্তিদের অভিমত হল এ পানির গুনাগুণ নষ্ট হয় না দীর্ঘদিন পর্যন্ত। ধর্র্মপ্রাণ মুসলমানগন হজ্জ্বের সময় সৌদি থেকে নিজেদের সাথে এ বরকতময় পানি সঙ্গে নিয়ে আসেন। পৃথীবিতে এর চেয়ে পবিত্র এবং বিশুদ্ধ পানি আর হতে পারে না। এজন্য হাজী সাহেবানগন হজ্জের সময়গুলোতে জমজমের পানি পান করেন।
হাদীসে রাসূল সাঃ ইরশাদ করেছেন-

হযরত জাবের রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- জমজমের পানি সে জন্যই হবে যার জন্য তা পান করা হয়ে থাকে। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩০৬২, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৩৮, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৯৪৪২, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪১২৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৪৮৪৯)

অর্থ্যাৎ জমজমের পানি পান যে যে উদ্দেশ্যে পান করবে তার জন্য তাই হবে। এক কথায় তার দোআ কবুল হবে। সুতরাং কল্যাণধর্মী বিষয়ের নিয়ত করে জমজমের পানি পান করা উচিত।

জমজমের পানি পান করার পদ্ধতি
ফুক্বাহায়ে কিরাম জমজমের পানি কিবলা দিকে ফিরে দাঁড়িয়ে পান করা মুস্তাহাব বলেছেন। তবে একদল ফুক্বাহায়ে কিরাম দাঁড়িয়ে পান করাকে মুস্তাহাব বলেন না, বরং জায়েজ বলে থাকেন। {ফাতওয়ায়ে শামী-১/২৫৪-২৫৫)

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি জমজমের পানি পান করার সময় নিম্নোক্ত দুআটি পড়তেন- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا
وَاسِعًاوَشِفَاءً مِنْ كُلِّ دَاء

অর্থাৎ হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি উপকারী ইলম, আর প্রশস্ত রিজিক এবং সর্ব প্রকার রোগ থেকে মুক্তি। {দুরারুল হুক্কাম ফি শরহী গুরারিল আহকাম-১/২৩২}

দুআটির বাংলা উচ্চারণ-আল্লাহুম্মা ইন্নি আস আলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান ওয়াসিআ, ওয়া শিফাআন মিন কুল্লি দা’ইন। উল্লেখ্য, আরবী দোআ আরবীতেই পড়তে হবে।

http://www.amadershomoy.biz/unicode/2017/07/18/276642.htm#.WW7_COa0nIU

Offline fahad.faisal

  • Hero Member
  • *****
  • Posts: 734
  • Believe in Hard Work and Sincerity.
    • View Profile
Nice Writing. It was really informative.
Fahad Faisal
Department of CSE