আট বছরেই পর্বত জয়!

Author Topic: আট বছরেই পর্বত জয়!  (Read 1247 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
আট বছরেই পর্বত জয়!
« on: August 01, 2017, 01:32:02 PM »


মাত্র আট বছর বয়সে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারো জয় করে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের এক শিশু। রক্সি গেটার নামের ওই শিশু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা। সম্প্রতি পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে এই কীর্তি গড়ে সে।

কিলিমানজারো পর্বতের অবস্থান তানজেনিয়ায়। এর উচ্চতা ১৯ হাজার ৩৪১ ফুট (পাঁচ হাজার ৮৯৫ মিটার)। এ পর্বত আরোহণ অবশ্য রক্সি একা করেনি। সঙ্গে পরিবারের বেশ কয়েকজন সদস্যও ছিল। এদের মধ্যে ছিল তার ১০ বছর বয়সী ভাই বেন গেটারও। তবে রক্সি এখন কিলিমানজারো পর্বত আরোহণ করা সবচেয়ে কম বয়সী বালিকা।

ছয় রাতের পর অত্যন্ত ঠাণ্ডার আবহাওয়ার মধ্যে পর্বতটির শিখরে আরোহণ করে রক্সি ও তার পরিবারের সদস্যরা। তবে আট বছর বয়সে এ পর্বত আরোহণ রক্সির জন্য মোটেও সহজ ছিল না। সে বলে, ‘কোথাও উঁচু আবার কোথাও নিচু হওয়ার কারণে ওই পর্বতে আরোহণ অত্যন্ত কঠিন ছিল।
তবে আট বছর বয়সে এ পর্বত আরোহণ রক্সির জন্য মোটেও সহজ ছিল না। সে বলে, ‘কোথাও উঁচু আবার কোথাও নিচু হওয়ার কারণে ওই পর্বতে আরোহণ অত্যন্ত কঠিন ছিল। প্রথমে ভেবেছিলাম, শেষমেশ হয়তো চূড়ায় পা রাখতে পারব না। কিন্তু শেষপর্যন্ত পেরেছি। তবে আমি খুবই ক্লান্ত। এখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। ’

রক্সির মা সারাহ ও বাবা ববি গেটার বলেন, মেয়ের এই কীর্তিতে তাঁরা গর্বিত।

সূত্র : সিবিএস মিয়ামি।
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar