শিগগিরই বাজারে আসছে মাইক্রোসফটের অফিস ২০১৯:
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট মাইক্রোসফট অফিস বা এমএস অফিস সফটওয়্যারটির নতুন সংস্করণ অফিস ২০১৯ বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২০১৮ সালের মাঝামাঝি নাগাদ এই সফটওয়্যারটি পাওয়া যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক অফিস স্যুট ‘অফিস ৩৬৫ ’ সকল ব্যবহারকারির পছন্দ নয়। আর যারা এই ক্লাউডভিত্তিক এই সেবা নেন না তাদের জন্যই আনা হচ্ছে নতুন এই সংস্করণ। নতুন অফিস ২০১৯ এ ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং আউটলুকের পাশাপাশি সার্ভার সংস্করণ মাইক্রোসফট এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপি ফর বিজনেস যুক্ত থাকবে। এছাড়াও এতে তথ্যপ্রযুক্তি ফিচার, সার্ভার হালনাগাদ, ভয়েস প্রযুক্তি ও নিরাপত্তার বিষয়গুলো যুক্ত হয়েছে।
মাইক্রোসফট বলছে, ক্লাউড প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিলেও এ অফিস স্যুট ব্যবসায়ীদের অনেক কাজে লাগবে। ২০১৫ সালে অফিস স্যুটটির সর্বশেষ হালনাগাদ ‘এমএস অফিস ২০১৬’ উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।