মশা তাড়াতে এখন মোবাইলই যথেষ্ট!

Author Topic: মশা তাড়াতে এখন মোবাইলই যথেষ্ট!  (Read 705 times)

Offline protima.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 429
  • Test
    • View Profile
মশা তাড়াতে এখন মোবাইলই যথেষ্ট!
মশার হাত থেকে বাঁচতে মানুষকে সাধারণত স্প্রে, ব্যাট, কয়েলসহ নানা প্রতিরোধকের সাহায্য নিতে হয়। তবে এগুলো স্বাস্থ্যসম্মত কীনা, তা নিয়ে বড় প্রশ্ন আছে! তবে এখন আর মশা তাড়াতে কয়েল, ব্যাট বা স্প্রের প্রয়োজন নেই, হাতের স্মার্টফোনের সাহয্যেই আপনি এখন মশা তাড়াতে পারবেন। সম্প্রতি ভারতের বাজারে কে ৭ আই নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে এলজি। আর এই স্মার্টফোনে মশা তাড়ানোর প্রযুক্তি সংযোজন করেছে প্রতিষ্ঠানটি।
এই ফোনের সঙ্গে এলজি একটি বিশেষ কভার দিচ্ছে। যেই কভারটি আপনি ফোনটির পেছনে বসাতে পারবেন। আর ওই কভারের সাহায্যে আপনি মশা তাড়াতে পারবেন।
জানা গেছে, কভারটি ওই স্মার্টফোনে বসানোর পর তা আলট্রাসনিক শব্দ তৈরি করতে পারবে। আর ওই শব্দেই মশা মানুষের কাছে আসবে না। এই শব্দে মানুষের কোনো ক্ষতি হবে না বলে প্রতিষ্ঠানটির পক্ষে থেকে জানানো হয়।
এই স্মার্টফোনটির ভারতের বাজারে মূল্য ধরা হয়েছে ৭,৯৯৯ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ১০,০৫০ টাকা।
৫ ইঞ্চি মনিটরের এই স্মার্টফোনটিতে ২ জিবি র‌্যাম ছাড়াও ১৬ জিবি রম আছে। ফোনটিতে এন্ড়্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এলজি কে ৭ আইতে সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটিতে রয়েছে ২৫০০ এমএএইচ ব্যাটারি।