বিভিন্ন নদ-নদীর ৪৭ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে

Author Topic: বিভিন্ন নদ-নদীর ৪৭ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে  (Read 799 times)

Offline protima.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 429
  • Test
    • View Profile
বিভিন্ন নদ-নদীর ৪৭ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে:
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৭টি পয়েন্টের পানি বৃদ্ধি ও ৩৯টির হ্রাস পেয়েছে।
৩০ সেপ্টম্বর বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।এ ছাড়া ৪টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ মেপ্টেম্বর শনিবার এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীর নদী সমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।
ব্রহ্মপুত্র ও যমুনা নদী সমুহের পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় গঙ্গা পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া ৯০ মিলিমিটার, চিলমারী ৮৯ মিলিমিটার, কুড়িগ্রাম ৭৮ মিলিমিটার, ময়মনসিংহে ৭৫ দশমিক ৬ মিলিমিটার ও নাকুয়াগাঁও ৭৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রিয় সংবাদ/কামরুল