অবশেষে মরণ রোগ ক্যান্সারের টিকা আবিষ্কার

Author Topic: অবশেষে মরণ রোগ ক্যান্সারের টিকা আবিষ্কার  (Read 1367 times)

Offline sanjida.dhaka

  • Full Member
  • ***
  • Posts: 228
    • View Profile


অবশেষে ক্যান্সারের টিকা আবিষ্কৃত হয়েছে বলে দাবি করেছে একদল গবেষক। তাদের দাবি অনুসারে এই টিকা শরীরের যেকোনো অংশে ছড়িয়ে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস করবে।

এই খবর ক্যান্সার রোগে আক্রান্তদের জন্য সত্যিই সুখবর। এখনও পর্যন্ত এই মারণ রোগের চিকিত্‍সা বলতে অত্যন্ত কষ্টকর কেমোথেরাপি ও রেডিয়েশন পদ্ধতির মতো কয়েকটি পদ্ধতি রয়েছে। এবার সেই মারণ রোগকে নির্মূল করতে কিউবার একটি ছোট দলের বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন বিস্ময়কর এই টিকা।

তাঁদের দাবি, এই টিকার সাহায্যেই ক্যান্সার রোগ নির্মূল করা সম্ভব। সেটা হাতেনাতে প্রমাণ পেতে ইতোমধ্যেই ৪ হাজারেরও বেশি আক্রান্তদের উপর পরীক্ষা করা হয়েছে। যাঁরা এখন স্বাভাবিক মানুষের মতোই সুস্থ হয়ে উঠেছেন।

বিজ্ঞানীদের দাবি, ক্যান্সারের অ্যাডভান্সড স্টেজেও এই টিকা দারুণভাবে কাজ করবে। কেমোথেরাপি ও রেডিয়েশনের মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া এই ভ্যাকসিনে নেই। কিউবার বিজ্ঞানীরা জানিয়েছেন, ভ্যাকসিনের প্রভাবে দ্রুত সেরে উঠবে ব্রেস্ট, ইউটেরাস ও প্রস্টেট ক্যান্সার। আর এই তিনটি ক্যান্সারের প্রকোপই সবচেয়ে বেশি।

ভাবছেন, এই ভ্যাকসিনের দাম অত্যন্ত বেশি হবে? কিন্তু কিউবার বিজ্ঞানীদের কথায়, মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেই মিলবে এই অত্যন্ত জরুরি টিকা।

কিউবার বিজ্ঞানীদের অসাধ্য সাধন কর্মকাণ্ডকে বাহবা জানিয়েছে সায়েন্টিফিক কমিউনিটি। শুধু বিজ্ঞানীরাই নন, বহু চিকিত্‍সকও এই ভ্যাকসিন প্রয়োগ করে আক্রান্তদের মধ্যে পরিবর্তন লক্ষ করেছেন। পরে দেখা গিয়েছে, ওই রোগীদের শরীর থেকে ক্যান্সারের কোষের দেখা মেলেনি।

এই মহামূল্যবান ভ্যাকসিনটি যেহেতু কিউবা থেকে আবিষ্কার হয়েছে, তাই কিউবার বাসিন্দাদের ক্ষেত্রে ভ্যাকসিনটি বিনামূল্যেই দেওয়া হচ্ছে। আর ভিনদেশের যাঁরা এই ভ্যাকসিন পেতে চান, তাঁরা কিউবার মেডিক্যাল সার্ভিসে যোগাযোগ করতে পারেন আপনি নিজেই।

সমস্ত তথ্য জানুন এখানে…​

কিউবার কোথায় এই ভ্যাকসিন পাবেন, কোথায় যোগাযোগ করবেন…

কিউবার ল্যাবিওফ্যাম কোম্পানির EscoZul এই ভ্যাকসিন বিক্রি করে।

ঠিকানা: 16 1/2 Boyeros, Santiago de las Vegas, Havana, Cuba

Tel: +53 683 3188/683 2151,

fax: 683 2151,

tel: 537 683 2151

phone Dr. Verges – radiologist and Niudis Cruz: 537 683 0924,

e> mail: niudis.cruz@infomed.sld.cu ও

ন্যাশানাল সেন্টার ফর হেলথ থেকেও পাওয়া যাবে এই ভ্যাকসিন। সেখানকার ঠিকানাও দেওয়া হল,

Director — Dr. Jose Andres Lopez Losada, [email protected]

Number: +5378322202,

“Health Tourism”: Calle 230 entre 15A and 17, Siboney, Havana, Cuba,

tel. +53 7 33-7473 al 74 Fax: +53 7 33-7198 y +53 7 33 -7199,

email: [email protected]

Web: Centro Internacional de Salud La Pradera

এছাড়া যোগাযোগ করতে পারেন ন্যাশানাল ইনস্টিটিউট অফ অনকোলজি-তে..

InstitutoNacional de Oncología y Radiobiología — INOR, address: Calle 29, esq. F, Vedado, Plaza de la Revolución, Havana, Cuba,

tel. (537) 8325865, (537) 8382576, (537) 8382578, (537) 8375440. Fax (537) 8382593,

Website www.inor.sld.cu

এই ভ্যাকসিনের খোঁজ করবেন অনেকেই। তাঁদের সুবিধার্থেই এই জরুরি তথ্যগুলি দিয়ে দেওয়া হল। আশা করি, বহু মানুষ ও পরিবারের কাজে আসবে।

উল্লেখ্য, শরীরের মধ্যে অ্যান্টিবডিটাই ক্যান্সার কোষে পরিণত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এড়িয়ে যান, আবার বেশিরভাগই ধরা পড়ে একদম শেষের দিকে গিয়ে। তবে বেশ কিছু থেরাপির মাধ্যমে এই রোগ সারানো সম্ভব হয়েছে। কিন্তু নতুন আবিষ্কার এই ভ্যাকসিন প্রয়োগে দ্রুত সেরে উঠছেন রোগীরা। আর সম্প্রতি বসনিয়া, প্যারাগুয়ে, কলম্বিয়া ও পেরুতেও মিলছে এই ভ্যাকসিন।

http://abegimon.com/archives/6906


Offline mushfiq.swe

  • Full Member
  • ***
  • Posts: 109
    • View Profile
Thank you for sharing such important information.
But, any information for Bangladesh.
« Last Edit: November 28, 2017, 06:42:08 PM by mushfiq.swe »
Muhammad Mushfiqur Rahman
Lecturer, Dept. of SWE,
FSIT, DIU.

Offline Mohammad Salek Parvez

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 387
    • View Profile
a great news, indeed.
thanks
SP

Offline munira.ete

  • Hero Member
  • *****
  • Posts: 558
  • Test
    • View Profile
Thank you for sharing such important information.