বাংলায় ‘কাইজালা’ উন্মোচন করল মাইক্রোসফট

Author Topic: বাংলায় ‘কাইজালা’ উন্মোচন করল মাইক্রোসফট  (Read 456 times)

Offline safayet

  • Full Member
  • ***
  • Posts: 168
  • Test
    • View Profile
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কাইজালা’র বাংলা সংস্করণের উন্মোচন করেছে মাইক্রোসফট।

২১ ফেব্রুয়ারি বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) ইতোমধ্যেই পরীক্ষামূলক প্রকল্পসমূহে মাইক্রোসফট কাইজালা ব্যবহার শুরু হয়েছে। কাইজালা নামের অ্যাপটিতে রয়েছে চ্যাট ইউজার ইন্টারফেজ, যা একটি গ্রুপে ৫০ লাখ মানুষ যোগদানের সুযোগের পাশাপাশি সুবিন্যস্ত উপায়ে যোগাযোগের সুযোগ করে দিবে।

অ্যাপটির বিষয়ে মাইক্রোসফটের অফিস প্রোডাক্ট গ্রুপের করপোরেট ভাইস প্রেসিডেন্ট রাজিব কুমার বলেন, ‘ডিজিটাল রূপান্তর এবং ভাষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করে সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সুযোগ ও সম্ভাবনার কথা ভেবে বাংলাদেশের জন্য কাইজালা অ্যাপটির বাংলা সংস্করণ বিশেষভাবে স্থানীয়করণ করা হয়েছে।’

মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, ‘মাইক্রোসফটের প্রযুক্তি সরকারি প্রতিষ্ঠানে সচরাচর করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়ে সরকারের সাথে অংশীদারিত্বে কাজ করে আসছি। বাংলাদেশে ১৬ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, তাই স্থানীয় ভাষায় কাইজালার পরীক্ষামূলক বাস্তবায়ন ভাষার প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল মাধ্যমের সুযোগের বিস্তৃতি ঘটাবে।’