নবজাতকের পুষ্টি সম্পর্কে ধারণা নেই অর্ধেক মায়ের

Author Topic: নবজাতকের পুষ্টি সম্পর্কে ধারণা নেই অর্ধেক মায়ের  (Read 962 times)

Offline afrin.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 423
  • Test
    • View Profile
নবজাতকের পুষ্টি সম্পর্কে পর্যাপ্ত ধারনা রাখেন না দেশের অর্ধেক মা-ই। আর এই অজ্ঞতা সবচেয়ে বেশি রংপুর, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে। এসব অঞ্চলের ৪২ থেকে ৫২ ভাগ মায়ের নবজাতক শিশুদের পুষ্টিজ্ঞান কম। তারা জানেন না কখন শিশুদের বাড়তি খাবার দিতে হবে। শিশুর ৬ থেকে ২৩ মাস বয়সে কী ধরনের বাড়তি খাবার খাওয়াতে হবে সে বিষয়ে সঠিক নির্দেশনা পান না মায়েরা। তবে তুলনামূলক শহুরে মায়েরা একটু বেশি সচেতন। এ ক্ষেত্রে শিক্ষিত মায়েরা বেশি সচেতন। শিশু পুষ্টি, নবজাতক শিশুর যত্নসহ মায়েদের বিভিন্ন দিক তুলে ধরে করা একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিআইডিএস, ইউনিসেফ এবং পরিকল্পনা কমিশনের আইএমইডি বিভাগ যৌথভাবে এই প্রতিবেদনটি তৈরি করে।

প্রতিবেদনে দেখা যায়, শিশুর জন্মের ৩০ মিনিটের মধ্যে বুকের দুধ খাওয়ানোর জন্য বিশেষজ্ঞরা মত দিলেও প্রয়োজনীয় নির্দেশনা বা জ্ঞানের অভাবে অনেক মা-ই এটি করেন না। গ্রামে ৩৬ ভাগ ও শহরের ২৩ ভাগ মা ত্রিশ মিনিটের মধ্যে বুকের দুধ খাওয়ানোর কোনো দিকনির্দেশনা পান না। যারা দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা পান, তাদের মধ্যে ৭০ ভাগ মা জরিপকালে জানিয়েছেন যে, তারা জন্মের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ান। ২২ ভাগ মা জানিয়েছেন তারা এই ত্রিশ মিনিটের মধ্যে না খাওয়ালেও প্রথম দিন থেকেই শুরু করেন। চার ভাগ মা বাচ্চা জন্মের প্রথম মাসে তাদের বুকের দুধ খাওয়ানো শুরু করেন।