উন্মুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি এস৯, এস৯ প্লাস

Author Topic: উন্মুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি এস৯, এস৯ প্লাস  (Read 844 times)

Offline safayet

  • Full Member
  • ***
  • Posts: 168
  • Test
    • View Profile
নানা জল্পনা-কল্পনা শেষ করে দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস উন্মুক্ত করেছে। ২৫ ফেব্রুয়ারি, সোমবার স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোন উন্মুক্ত করা হয়।

নতুন ফোন দুটি আগের এস৮, এস৮ প্লাসের মতো আকারে একই তবে স্ক্রিন কিছুটা বড় আর উজ্জ্বল করা হয়েছে। তবে বড় ধরনের হালনাগাদ আনা হয়েছে এর ক্যামেরা ফিচারে। ক্যামেরা ফিচারে এআর ইমোজিসহ নতুন কিছু মাজার টুল যুক্ত করা হয়েছে। এছাড়াও ফটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ও স্লো-মোশন ভিডিও উন্নত করা হয়েছে।

গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস কালো, নীল এবং বেগুনি রঙে আসছে। মার্চের ২ তারিখ থেকে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে আর হাতে পাওয়া যাবে ১৬ মার্চ। আনলক এস৯ ফোনের দাম ৭২০ মার্কিন ডলার এবং এস৯ প্লাসের দাম পড়বে ৮৪০ মার্কিন ডলার।

Offline munira.ete

  • Hero Member
  • *****
  • Posts: 558
  • Test
    • View Profile