বিক্রি শুরু গুগলের ‘ক্লিপস’ ক্যামেরার

Author Topic: বিক্রি শুরু গুগলের ‘ক্লিপস’ ক্যামেরার  (Read 767 times)

Offline safayet

  • Full Member
  • ***
  • Posts: 168
  • Test
    • View Profile
কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গুগলের ছোট ক্যামেরা 'ক্লিপস' গুগল স্টোরে বিক্রি শুরু হয়েছে।

২৭ জানুয়ারি শনিবার থেকে এই বিক্রি শুরু হয়েছে বলে দ্য ভার্জের খবরে জানানো হয়েছে। গুগলের ক্লিপস ক্যামেরার বিশেষত্ব হল- ক্যামেরায় ব্যবহৃত এআই ছবি বা ভিডিও কখন ধারণ করতে হবে তা বুঝতে পারে।

এই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে পরিস্থিতি অনুযায়ী ছবির রেজুলিউশন ঠিক করে নিতে পারে। তা ছাড়া এই ক্যামেরায় রয়েছে ‘মোমেন্ট আইকিউ’ যা একটি অনবোর্ড ও অফলাইন লার্নিং মডেল। সেই সঙ্গে এতে রয়েছে একটি ভিজুয়াল প্রসেসিং ইউনিট যা স্বয়ংক্রিয়ভাবে সঠিক মুখভঙ্গি, আলো, ফ্রেইমিং শনাক্তের মাধ্যমে অর্থপূর্ণ ছবি ধারণে সক্ষম।

২৪৯ মার্কিন ডলারের এই ক্যামেরা গুগল স্টোরে চলে আসলেও তাৎক্ষণিক সরবরাহ করা হচ্ছে না বলেও খবরে জানানো হয়েছে।

Offline munira.ete

  • Hero Member
  • *****
  • Posts: 558
  • Test
    • View Profile