ডিসপ্লে নেমেও বর্ণসীমা বাড়াল টুইটার

Author Topic: ডিসপ্লে নেমেও বর্ণসীমা বাড়াল টুইটার  (Read 821 times)

Offline safayet

  • Full Member
  • ***
  • Posts: 168
  • Test
    • View Profile
এখন থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ডিসপ্লে নেম লেখা যাবে ৫০ অক্ষরে। এ ছাড়া এতে যুক্ত করা যাবে বিভিন্ন ইমোজি। সম্প্রতি এক টুইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে টুইটের বর্ণসীসমা ১৪০ শব্দ থেকে বাড়িয়ে ২৮০ করেছিল টুইটার।

টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্টে উপরে যে নামটি দেখা যায় এটিকে ডিসপ্লে নেম বলা হয় এবং নিচের অ্যাট (@) চিহ্নের পরে যে নামটি থাকে তাকে বলা হয় ইউজার নেম। এখন থেকে ডিসপ্লে নেমটি ৫০ বর্ণের মধ্যে লেখা যাবে। এর আগে ২০ বর্ণের মধ্যে সীমাবদ্ধ ছিল এটি।

তবে ইউজার নেমে ১৫ বর্ণের বেশি লেখা যাবে না।

Offline 710001113

  • Sr. Member
  • ****
  • Posts: 493
    • View Profile

Offline munira.ete

  • Hero Member
  • *****
  • Posts: 558
  • Test
    • View Profile