IT Help Desk > IT Forum
IT News
Golam Kibria:
মাইক্রোসফটকে ছাড়িয়ে আইবিএম
এবার আইবিএম ছাড়িয়ে গেল মাইক্রোসফটকে। এ হিসাবে প্রযুক্তি বিশ্বের র্যাংকিংয়ে এখন দ্বিতীয় অবস্থানে আইবিএম। আর অ্যাপল তো আছে শীর্ষ স্থানেই। সংবাদমাধ্যম সূত্র এ জানিয়েছে।
গত সপ্তাহে শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানের তালিকায় এ নাটকীয় পরিবর্তন এসেছে। ১৯৯৬ সালের পর সুদীর্ঘ সময় মাইক্রোসফটের পেছনেই ছিল আইবিএম।
এ মুহূতে আন্তর্জাতিক শেয়ারমূল্যের হিসাবে ২১ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদমূল্য নিয়ে আইবিএম পৌঁছে গেছে প্রযুক্তি বিশ্বের দ্বিতীয় শীর্ষ অবস্থানে।
আর ২১ হাজার ৩২০ কোটি ডলারের সম্পদমূল্যের হিসাবে মাইক্রোসফট দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে।
আন্তর্জাতিক অঙ্গনের বিশ্বপ্রযুক্তিতে এ নাটকীয় অবস্থার বদল প্রযুক্তিগুরুদের দারুণ ভাবিয়ে তুলেছে। আগের তুলনায় বিশ্বপ্রযুক্তি অঙ্গন এখন অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ বলে বিশেষজ্ঞেরা অভিমত দিয়েছেন।
তবে অ্যাপল নিজেকে বহুদিন ধরে শীর্ষ অবস্থানে ধরে রেখেছে। এ মুহূর্তে ৩৬ হাজার ২০০ কোটি ডলারের (২৩ হাজার ২০০ কোটি ইউরো) সম্পদমূল্য নিয়ে একেবারেই শীর্ষেই আছে অ্যাপল।
সুদীর্ঘ ১৫ বছর পর আইবিএম এখন প্রযুক্তির মহাকাশে মাইক্রোসফটের ওপরে অবস্থান করছে। এ বৈপ্লবিক পরিবর্তনের নানমুখী দিক নিয়ে এরই মধ্যে বিশ্লেষকেরা হিসাব কষতে শুরু করেছে। এ নিয়ে বিশ্বপ্রযুক্তি অঙ্গর খানিকটা অস্থিরই হয়ে উঠেছে।
Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=85f690eef5acb1c27200a2e469e5cc49&nttl=2011100104355460634&toppos=2
Golam Kibria:
ব্লগে নারী পাঠকই বেশি!
এ মুহূর্তে বিশ্বের শীর্ষস্থানীয় ব্লগ সাইটে নারী পাঠকের সংখ্যা বেশি।
শুধু উত্তর আমেরিকাতেই প্রতিমাসে অন্তত ৫ কোটি ৫০ লাখ নারী ব্লগ সাইটের পাঠক। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
নারী ব্লগারদের লেখা নারীরাই পড়েন সবচে বেশি। এর মধ্যে ৮০ ভাগ নারী ব্লগ সাইটের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে থাকে বলেও জরিপ সূত্র জানিয়েছে।
এমনকি ব্লগ সাইটের মাধ্যমে ব্র্যান্ডমূল্য এবং বিপণন প্রক্রিয়াও দ্রুত সাফল্য অর্জন করেছে। নারীদের ব্যবহৃত বিভিন্ন প্রসাধনী ব্যবহারের সুফল-কুফলের অভিজ্ঞতা ব্লগ সাইটে নিবন্ধিত করা হয়। এর ফলে ব্লগ সাইটগুলো ব্র্যান্ডমূল্য তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে।
কানাডার টরোন্টোতে অনুষ্ঠিত নেটওয়ার্কিং সম্মেলনে অনলাইন বিশ্বের প্রভাবশালী ২০০ জন নারী ব্লগারকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া (ShesConnected.com) এ সাইটে ব্লগ নিবন্ধনের মাধ্যমে ব্র্যান্ডমূল্য তৈরিতে তাদের ‘ডিজিটাল ওমেন’ স্বীকৃতি দেওয়া হয়।
ব্লগে আলোচিত শীর্ষ ব্র্যান্ডের মধ্যে ফোরড থেকে শুরু করে তোশিবার মতো ব্র্যান্ডও আছে। এ মুহূর্তে করপোরেট বিশ্বে কর্মরত উচ্চপদস্থ নারীরা গুচ্ছ ব্র্যান্ড আবর্তে (সার্কেল) প্রাত্যাহিক জীবনচক্র পরিচালনা করছে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক সর্বাধিক প্রচারিত ব্লগ সাইট ব্লগহার ডটকমের সহপ্রতিষ্ঠাতা এলিসা পেজ জানান, ব্লগের নারী পাঠকদের অধিকাংশই ব্লগে তাদের জীবনলিপি লেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে বাস্তব ঘটনা আর অভিজ্ঞতা বিনিময় করেন আনায়াশেই।
নারীকেন্দ্রিক বিভিন্ন ব্লগ সাইটে নিবন্ধিত বাস্তব ঘটনা, অভিজ্ঞতা এবং একান্ত ব্যক্তি জীবনের গল্প থেকেই নিজের জীবনের অনেক জটিল সিদ্ধান্ত গ্রহণ করে। এ ব্লগ সাইটগুলো প্রতিটি নারী পাঠকের জন্য পরামর্শকের গুরুত্ব বহন করে।
এসব ব্লগে নিবন্ধিত লেখাগুলো প্রকাশে পেশাদারী মনোভাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বলে জানান এলিসা পেজ। নবপ্রজন্মের এ পেশাদার নারী ব্লগাররা নিজেদের সমস্যাগুলোকে মিডিয়া চর্চার বাইরে রাখতে চান।
ফলে এ ব্লগ সাইটগুলোর নিয়মিত নারী পাঠকেরা প্রতিটি অভিজ্ঞতাকে মূল্যায়ন করে। এ মুহূর্তে প্রতিমাসে ২ কোটি ৬০ লাখ নারী ব্লগ পাঠক এবং মাত্র ৬০ জন নিয়োগপ্রাপ্ত কর্মী নিয়ে ১ কোটি ডলার আয় করছে ব্লগহার ডটকম।
নারীকেন্দ্রিক শীর্ষস্থানীয় ব্লগ সাইটের সহপ্রতিষ্ঠাতা ডোনা ম্যারি জানান, নারীদের ব্লগ সাইটগুলোতে কম বয়সী মায়েদের সংখ্যাই সবচে বেশি। ব্লগে মায়েরাই সবচে বেশি সোচ্চার।
সমাজ, ব্যক্তি এবং প্রসাধনীর গুণাগুণের দিকনির্দেশনায় পরিচালিত এ নারীকেন্দ্রিক ব্লগ সাইটগুলো এখন ব্যবসা এবং বিপণনের শীর্ষ মাধ্যম হয়ে উঠেছে বলে গবেষণামাধ্যম সূত্র জানিয়েছে।
Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=e7b09b70310f45f26f55d0764f661f07&nttl=2011100109293760714&toppos=1
goodboy:
Nice updates about IT, Kibria.................. :)
Carry on.
Regards,
Golam Kibria:
৮ হাজারে এলইডি মনিটর
এলজি ‘ই১৯৪০এস’ মডেলের পাতলা গড়নের এলইডি মনিটর এখন দেশে। মূল পর্দা ১৮.৫ ইঞ্চি। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।
এলইডি ব্যাকলাইট প্যানেলের এ মনিটরে আছে ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল রেজ্যুলেশন, ডিজিটাল কন্ট্রাস্ট রেশিও, ৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ১৭০ বাই ১৬০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল।
এটি মনিটরটি (ইকো-ফ্রেন্ডলি) পরিবেশবান্ধব। এ পণ্যটি ক্ষতিকারক হ্যালোজেন এবং মার্কারি মুক্ত। এ মুহূর্তে দাম ৮ হাজার ৩০০ টাকা।
Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=f4c373a8a670ff46865f0a18cd52cef4&nttl=2011100209462260911
Golam Kibria:
আইফোন৫ আসছে বহু রূপে
আইফোন৫ এর আত্মপ্রকাশ নিয়ে পুরো বিশ্বপ্রযুক্তি অঙ্গনই এখন গুঞ্জন মুখর
অপেক্ষার দিন ফুরাচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বহুল প্রতীক্ষিত আইফোন৫ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
এরই মধ্যে সব প্রস্তুতিই প্রায় চূড়ান্ত করেছে অ্যাপল। তবে শেষমুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে আইফোন৫ অবমুক্ত হচ্ছে।
আইফোন৫ এর আত্মপ্রকাশ নিয়ে পুরো বিশ্বপ্রযুক্তির অঙ্গনেই চলছে টানটান উত্তেজনা।
তবে কেমন হবে আইফোন৫ এ বিষয়ে খুব বেশি সুস্পষ্ট ধারণা নেই কারও। অনেকটা গোপনেই চলেছে এ মডেলের পুরো উৎপাদন কার্যক্রম। কারিগরি মাননিয়ন্ত্রণেও পুরোপুরি সতর্ক ছিল অ্যাপল।
৯টু৫ সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, আগের তুলনায় আইফোনের স্টোরেজ দ্বিগুণ হতে পারে। অথবা একই সঙ্গে তিনটি স্টোরেজ মডেল প্রকাশ করা হতে পারে। এর মধ্যে ১৬জিবি, ৩২জিবি এবং সর্বাধিক আলোচিত ৬৪জিবি মডেল অন্তর্ভুক্ত আছে।
আইফোন৪ এর নতুন একটি সংস্করণও আইফোন৫ এর সঙ্গে প্রকাশ করা হবে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। আইফোন৫ বাজারে আসার আগেই নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে দারুণ কোণঠাসা করে ফেলেছে।
ফলে বাজার পরিস্থিতি এখন অনেকটাই আইফোনের অনুকূলে। তবে বিশেষজ্ঞেরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য মতে, এখনকার বাজার পরিস্থিতি আইফোন৪ এর মতো একচেটিয়া নয়। এখন আইফোনের অনেকগুলো বিকল্পমাধ্যম আছে।
এ মুহূর্তে বিশ্বপ্রযুক্তির বাজারে বহুসংখ্যক বাহারি আর বহুমাত্রিক স্মার্টফোন পাওয়া যাচ্ছে। ফলে আইফোন৫ সংস্করণকে আইফোন৪ এর তুলনায় অনেক বেশি বাজার প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে।
Source : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=a378639e568c435f8d7e9589c6bad6c0&nttl=2011100207265160874&toppos=7
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version