এক সফটওয়্যারে অনেক কাজ only 540 KB

Author Topic: এক সফটওয়্যারে অনেক কাজ only 540 KB  (Read 2406 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2668
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
ভাইরাসের কারণে কম্পিউটারে নানা রকম সমস্যা দেখা দেয়। ‘অটোরান কিলার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে ভাইরাস-সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করতে পারেন। এ সফটওয়্যারটি অটোরানসহ কম্পিউটার থেকে ৩৫ রকমের ভাইরাস নির্মূল করতে সক্ষম। মাত্র ৫৪০ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://hotfile.com/dl/131833293/e3c034d/Autorun_Killer_Software_By_sujon.zip.html
ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি খুলুন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে টাস্কবারের ডানে একটি সবুজ আইকন আসবে। ওই সবুজ আইকনে ডান ক্লিক করে Show main menu অপশনে ক্লিক করুন। যদি কম্পিউটার স্ক্যান করতে চান, তাহলে Scan and clean অপশনে ক্লিক করুন। তাহলে অটোরান-সম্পর্কিত সব ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি ভাইরাসের কারণে আপনার উইন্ডোজের টাস্ক ম্যানেজার, রেজিস্ট্রি এডিটর, কমান্ড অপশন, ফোল্ডার অপশন প্রভৃতি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে অটোরান কিলার দ্বারা স্ক্যান করলেই ওই ইউটিলিটিগুলো আবার সক্রিয় হবে। সাধারণত ইউএসবি ডিভাইস থেকেই অধিকাংশ সময় ভাইরাস ছড়িয়ে পড়ে পিসিতে। এই সফটওয়্যারের সাহায্যে আপনি পিসিতে ইউএসবি ডিভাইসের ব্যবহার বন্ধ করে রাখতে পারেন। এ জন্য Show main menu থেকে Tools অপশনে যান এবং Block USB Port অপশনে টিক চিহ্ন দিন। তাহলেই পিসিতে কোনো ইউএসবি ডিভাইস ব্যবহার করা যাবে না। ইউএসবির ব্যবহার আবার চালু করতে একই উপায়ে Block USB Port অপশন থেকে টিক চিহ্ন তুলে নিন।