এসএমই ক্লাস্টার

Author Topic: এসএমই ক্লাস্টার  (Read 1157 times)

Offline Mrittika Shil

  • Full Member
  • ***
  • Posts: 213
  • Test
    • View Profile
এসএমই ক্লাস্টার
« on: May 06, 2018, 03:49:37 PM »
এসএমই ক্লাস্টার


বিগত ২০১১-১২ অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) -এর উদ্যোগে সমগ্র বাংলাদেশব্যাপি ১৭৭টি এসএমই ক্লাস্টার চিহ্নিত করে ক্লাস্টার ম্যাপ প্রস্তুত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে চিহ্নিত এসএমই ক্লাস্টারগুলোর “উন্নয়ন চাহিদা নিরূপণ” করা হচ্ছে। ইতোমধ্যে নিন্মলিখিত ৮টি এসএমই ক্লাস্টারের উন্নয়ন চহিদা নিরূপণ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছেঃ
১.    আতর/আগর ক্লাস্টার, সুজানগর, বড়লেখা, মৌলভীবাজার।
২.    বেকারী এ্যান্ড কনফেকশনারী ক্লাস্টার, খুলনা সদর, খুলনা।
৩.    নারিকেল তেল উৎপাদন ক্লাস্টার, নাগের বাজার, বাগেরহাট সদর, বাগেরহাট।
৪.    ক্রিকেট ব্যাট ক্লাস্টার, বলদিয়া, নেছারাবাদ, পিরোজপুর।
৫.    কুমারখালী টেক্সটাইল ক্লাস্টার, কুমারখালী, কুষ্টিয়া (পরীক্ষামূলক)।
৬.    শতরঞ্জি ক্লাস্টার, নিশবেতগঞ্জ, রংপুর (পরীক্ষামূলক)।
৭.    পাদুকা শিল্প ক্লাস্টার, ভৈরব, কিশোরগঞ্জ (পরীক্ষামূলক)।
৮.    প্লাস্টিক শিল্প ক্লাস্টার, লালবাগ-ইসলামবাগ, ঢাকা (পরীক্ষামূলক)।

বর্তমান অর্থবছরে আরো ৫টি ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরুপণ করার কাজ চলছে। ক্লাস্টার ৫টি হলঃ
১.    মেরিন ইঞ্জিন রিপেয়ারিং/লাইট ইঞ্জিনিয়ারিং     ক্লাস্টার, এন্ডারসন রোড, কক্সবাজার সদর, কক্সবাজার।
২.    কাপড় বুনন সূতা     ক্লাস্টার, চান্দিনা, কুমিল্লা।
৩.    হোসিয়ারী শিল্প ক্লাস্টার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
৪.    জুয়েলারী ক্লাষ্টার, সোনাপট্টি, নওগাঁ সদর, নওগাঁ।
৫.    কুমারখালী টেক্সটাইল ক্লাস্টার, কুমারখালী, কুষ্টিয়া।

উক্ত কর্মসূচিকে আরো বেগবান করে দ্রুত ১৭৭টি ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণ করার জন্য আগামী অর্থবছরে আরো ৩০-৩৫টি এসএমই ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণ করা যেতে পারে। 

Source: Webportal SME Foundation

Offline Shakil Ahmad

  • Sr. Member
  • ****
  • Posts: 374
  • Test
    • View Profile
Re: এসএমই ক্লাস্টার
« Reply #1 on: May 08, 2018, 12:30:07 PM »
Thanks for Sharing