সুখের পেছনে শুধু ছুটে বেড়ালেই সুখের সন্ধান পাওয়া যায় না

Author Topic: সুখের পেছনে শুধু ছুটে বেড়ালেই সুখের সন্ধান পাওয়া যায় না  (Read 982 times)

Offline 710001757

  • Jr. Member
  • **
  • Posts: 89
  • Md. Mahmodul Islam
    • View Profile
যখনই আমরা সুখে থাকার ব্যাপারে কথা বলি, আমাদের চিন্তায় আসে যে সব সময়ই সুখে থাকার কথা – প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে সুখে থাকতে চাই এবং আমরা চাই আমাদের জীবনে কখনোই এমন কিছু আসবে না যা আমাদের পছন্দ নয়। আমাদের চেষ্টা থাকে এমন একটা নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা যেখানে “সুখ” হচ্ছে একমাত্র লক্ষ্য, এবং এটা ছাড়া বাকি সবকিছুকে আমরা এড়িয়ে চলি।

কিন্তু, “সুখ” নামক বিষয়টির প্রকৃত অর্থ কি?

এটা তোমার প্রিয় খাবারের মতো। প্রিয় খাবার তুমি যতো বেশী খাবে, সবসময় সেটা তোমাকে একই রকম তৃপ্তি দিবে না। অপরদিকে, যখন তুমি এই প্রিয় খাবারটি অনেক দিন পর খাবার সুযোগ পাও, তখনই তার প্রতিটি কামড়ে তার স্বাদ উপভোগ করো। তাহলে, আসলে তোমার এই প্রিয় খাবারটি কি তোমাকে সুখ দিচ্ছে, নাকি যখন তুমি খাচ্ছো তখন এই খাবারটি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই ঘটনাটি তোমাকে সুখী করছে?

আমাদের একটা কথা মনে রাখা উচিৎ যে, কেবলমাত্র দুঃখ বা বিষণ্ণতাকে অভিজ্ঞতার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সুখে থাকার প্রকৃত অর্থ কি।
অন্যেরা সব সময় সুখে আছে, এটা মনে করে থাকা হচ্ছে সুখ বিষয়ে সবচেয়ে বড় ভুল ধারনা

অধিকাংশ মানুষ তাদেরকেই অনুসরণ করে যাদের আপাতদৃষ্টিতে মনে হয় নির্ভুলভাবে জীবন যাপন করছে এবং ধারনা করা হয় যে তারা সবচেয়ে সুখে আছে। ছোটোবেলা থেকেই আমাদের এমনভাবে নিজেকে উপস্থাপন করতে শেখানো হয় যে, “ সবকিছুর পর সুখে আছি ” – যা কেবলমাত্র রূপকথাতেই সম্ভব। সামাজিক মাধ্যমগুলোতেও সবাইকে তাদের সবচেয়ে ভালো মুহূর্ত গুলোকেই উপস্থাপন করতে দেখা যায়। তাই আমরা আমাদের আশে পাশে সুখের বিকৃত বহিঃপ্রকাশ দেখে ভুল করি।

বাস্তবে, আমাদের জীবনে কিছু অভাব, অপূর্ণতা আর কিছু অপ্রীতিকর বিষয় থাকেই

নিখুঁত জীবন কেউই পায় না। এমনকি সবচেয়ে মুগ্ধকর সেলিব্রেটি বা ধনাঢ্য মানুষগুলোরও নিজস্ব চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা থাকে।

যখন আমরা নিজের মধ্যে যেকোনো বিষয়ে নেতিবাচক অনুভব করি, তখন আমরা হন্যে হয়ে সেখান থেকে মুক্তির জন্য ব্যস্ত হয়ে পরি। আমাকেও প্রতিনিয়ত অগণিত সমস্যার সম্মুখীন হতে হয়। মাঝে মাঝে মনে হয় সমস্যাগুলো আমার দ্বারা কাটিয়ে উঠা সম্ভব হবে না এবং আমার এতো বছরের কষ্ট বিফলে যাবে। কিন্তু আমি এই সময়গুলো কাটিয়ে উঠার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি এবং সমস্যা কাটিয়ে উঠতে সপ্তাহ, মাস বা বছর কেটে যায় নানা চড়াই উৎরাই এর মধ্য দিয়ে।

নিজের এই কঠিন সময়গুলো কাটিয়ে উঠতে আমি নিজেকে আরও ধৈর্যশীল করে তুলি। নিজের অতীতে পার করে আশা খারাপ সময়গুলোর কথা মনে করি যা আমাকে বর্তমান সমস্যাগুলোর মুখোমুখি হতে সাহস যোগায়।

সুখী হবার জন্য চেষ্টা না করে, মনে প্রানে সুখী মানুষ হয়ে যাও

জীবনে যতটা বেশী সম্ভব সুখে থাকতে চাওয়ার চাহিদা খুবই স্বাভাবিক। তাহলে আমরা কি করতে পারি?
প্রথমত, এই বিশ্বাসকে ছুঁড়ে ফেলে দাও যে, সুখে থাকার মানে হচ্ছে নির্ভুল জীবন।

Collected.
Md. Mahmodul Islam
Lecturer
Department of Pharmacy
Daffodil International University