দুর্নীতি সম্পর্কে সচেতন হোন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, এখনই জানান
দুর্নীতি কাকে বলে ? ব্যক্তিস্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। যে কর্মকান্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয়, তাকেই দুর্নীতি বলা হয়।
দুর্নীতির ক্ষতিকর দিকসমূহ:
দুর্নীতি জনগনের দূর্ভোগ বাড়ায়।
দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায়।
দুর্নীতি দারিদ্রের মূল কারণ।
নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করুন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে
বয়কট করুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃনা প্রকাশ করুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ দাখিল
করুন।
দুর্নীতির বিরুদ্ধে কোথায় অভিযোগ করবেন ?
যে কোন ব্যক্তি অথবা সংস্থার বিরুদ্ধে কমিশনের এখতিয়ারভূক্ত বিষয়ে কোন অভিযোগ কমিশনের
জেলা কার্যালয়, বিভাগীয় কার্যালয় অথবা প্রধান কার্যালয়ে প্রেরণ করা যাবে।
কমিশনের কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ ইত্যাদি অভিযোগের ক্ষেত্রে কমিটির
অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির নিকট অভিযোগ প্রেরণ করা যাবে।
কিভাবে অভিযোগ করবেন ?
অভিযোগকারী নিজে অথবা ডাকযোগে অভিযোগ কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, বিভাগীয় কার্যালয়
অথবা প্রধান কার্যালয়ে প্রেরণ করতে পারবেন।
সমন্বিত জেলা কার্যালয়ের ক্ষেত্রে উপ-পরিচালক, বিভাগীয় কার্যালয়ের ক্ষেত্রে পরিচালক এবং প্রধান
কার্যালয়ের ক্ষেত্রে চেয়ারম্যানকে সম্বোধন করে অভিযোগ দাখিল করা শ্রেয়।
দুর্নীতি সম্পর্কিত যে কোন তথ্য জানাতে চিঠি, ফোন, ফ্যাক্স, ই-মেইল ব্যবহার করতে পারেন :
দুর্নীতি দমন কমিশন (দুদক)
১, সেগুনবাগিচা, ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোন : ০২-৯৩৫৩০০৪-৮, ০১৭১৩০৪৭৩৩৬
ওয়েবসাইট :
www.acc.org.bdফ্যাক্স : ০২-৮৭৫২৯২৫, ০২-৮৭১১৭৬০, ০২-৮৭১১৭৬৪
ই-মেইল : info@acc.org.bd
durniti1@hotmail.com
durniti8@yahoo.com
durniti9@gmail.com
ঘুষ লেন-দেন সংক্রান্ত তথ্য প্রদানের জন্য হটলাইন :
প্রধান কার্যালয় : ০১৭৩০৩০৩২০১ ঢাকা বিভাগ : ০১৭৩০৩০৩২০২
ঢাকা মেট্রোপলিটন : ০১৭৩০৩০৩২০৩ চট্টগ্রাম বিভাগ : ০১৭৩০৩০৩২০৮
রাজশাহী বিভাগ : ০১৭৩০৩০৩২১৪ খুলনা বিভাগ : ০১৭৩০৩০৩২২০
বরিশাল বিভাগ : ০১৭৩০৩০৩২২৪ সিলেট বিভাগ : ০১৭৩০৩০৩২২৭
< আগে পরে >