হোয়াটসঅ্যাপে গ্রুপ অডিও-ভিডিও কল সুবিধা চালু

Author Topic: হোয়াটসঅ্যাপে গ্রুপ অডিও-ভিডিও কল সুবিধা চালু  (Read 1456 times)

Offline Mrs.Anjuara Khanom

  • Sr. Member
  • ****
  • Posts: 437
  • Test
    • View Profile
মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কলের পাশাপাশি এবার গ্রুপ অডিও-ভিডিও কল সুবিধা চালু করেছে।

বছরের শেষ নাগাদ ফিচারটি চালুর কথা থাকলেও গতকাল থেকে ফিচারটি উন্মুক্ত করেছে মেসেজিং অ্যাপটি।

এর আগে মে মাসে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে হোয়াটসঅ্যাপে এ সুবিধা চালুর ঘোষণা দিয়েছিল ফেসবুক। এ জন্য নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও করছিল তারা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে প্রাথমিকভাবে একসঙ্গে চারজনের সঙ্গে ভিডিও কল করা যাবে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হবে না। গ্রুপ কল করার জন্য প্রথমে একজনকে ফোন দিতে হবে। এরপর অ্যাপটির ডান দিকের ওপরে থাকা ‘অ্যাড পার্টিসিপেন্ট’ বাটনে ক্লিক করে বন্ধুদের নাম নির্বাচন করলেই সবার সঙ্গে ভিডিও কল করা যাবে।

পর্যায়ক্রমে সব আইওএস এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীই এ সুবিধা পাবে, জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এত দিন অ্যাপটি কাজে লাগিয়ে বার্তা বিনিময়ের পাশাপাশি একজনের সঙ্গে অডিও ও ভিডিও কল করা যেত।

বিডি-প্রতিদিন/
Mrs, Anjuara Khanom
Assistant Officer, Information Desk
Daffodil International University
DSC Campus
02224441833/34