Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

আল্লাহর জন্য ভালোবাসা

<< < (6/26) > >>

hassan:
Thanks for your invaluable post.

Md. Zakaria Khan:
সূরা ইখলাসের ফজিলত ও বরকতঃ

১। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে সেই ব্যক্তি কুরআনুল কারীম এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব লাভ করবে।

২। যে ব্যক্তি দশবার পাঠ করবে আল্লাহ্ তায়ালা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদাশীল একটি মহল তৈরি করবেন।

৩। যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহ্ তায়ালা আর জন্য জান্নাতে ওয়াজিব করে দিবেন।

৪। যে ব্যক্তি অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ্ তায়ালা তাঁর লাশ বহন করার জন্য হয়রত জিবরাঈল (আঃ) এর সাথে সত্তর হাজার ফেরেশতা প্রেরন করবেন। সেই ফেরেশতারা তাঁর লাশ বহন করবে এবং জানাজায় শরিক হবে।

সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জানার এবং বুঝার তৌফিক এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমীন।

khyrul:
কী বলছে ইসলাম, ‘বাড়িতে মাকড়সার জাল’ এর অর্থ কি?
অনেকের বাড়িতেই বিভিন্ন সময় মাকড়সা জাল বুনে থাকে। তবে অনেক মুসলমান ভাই-বোনরা মনে করেন ‘বাড়িতে মাকড়সার জাল’ অর্থ ওই বাড়িতে দারিদ্রতা বৃদ্ধি পাওয়া। এ বিষয়ে আসলে ইসলাম কী বলছে? ইসলামের ব্যাখ্যা নিম্নরূপ:
আসলে পবিত্র কোরআন ও হাদিসে এর কোনো প্রমাণ নেই। মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বেশ গুরুত্ব দিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন মানুষদের আল্লাহ তা’য়ালা পছন্দ করেন।

এ প্রসঙ্গে কোরআনে কারিমের বিভিন্ন স্থানে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপরিষ্কার-অপরিচ্ছন্নতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।’ –সূরা আল বাকারা: ২২২

‘বলো, অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব, হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো- যাতে তোমরা মুক্তি পাও।’ –সূরা মায়েদা:

Md. Zakaria Khan:
আল্লাহ ‘ওয়াদূদ’! প্রেমময়। আন্তরিক। তার মানে তিনি আমাকে ভালোবাসেন। আমি তার অত্যন্ত প্রিয়।
হাদীসে কুদসিতে আছে:
হে আদম সন্তান! যতদিন পর্যন্ত আমার ক্ষমতা বাকি থাকে, তুমি দুনিয়ার কোনও ক্ষমতাবানকে একদম ভয় করবে না। আর আমার ক্ষমতা কখনো শেষ হবে না।
-
হে আদম সন্তান! তুমি রিযিকসংকটের ভয় করো না! আমার ভান্ডার সব সময় পরিপূর্ণ! আমার ভান্ডার কখনোই ফুরোবে না।
.
হে আদম সন্তান! আমি তোমাকে ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। তুমি হেলায় খেলায় সময় নষ্ট করো না। আমি তোমার রিযিকের ‘জামিন’! রিযিকের পেছনে ছুটে নিজেকে ক্লান্ড করো না!
.
তুমি সাধ্যানুযায়ী চেষ্টা করো। তবে হৃদয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল (ভরসা) রাখো!
.
হে আদম সন্তান! আমার ইজ্জত ও জালালের কসম! আমি তোমাকে যা দিয়েছি, তাতে যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি তোমার তনুমনকে আরামেই রাখবো! তুমি আমার কাছে প্রশংসিত হয়েই থাকবে!
আর আমি তোমাকে যা দিয়েছি, তা নিয়ে যদি তুমি সন্তুষ্ট না হও, তাহলে আমার ইজ্জত ও জালালের কসম! আমি তোমার ওপর দুনিয়াকে চাপিয়ে দিবো! তুমি তখন বন্য পশুর মতো খাবারের পেছনে মাথাকুটে মরবে! তখনো কী হবে? শতচেষ্টা করেও, আমি তোমার জন্যে যা লিখে রেখেছি, ততটুকুই পাবে! বিন্দু পরিমাণও বেশি কিছু উপার্জন করতে পারবে না।
.
হে আদম সন্তান! আমি আসমান যমিন সৃষ্টি করেছি! সেগুলো সংরক্ষণ করতে, আমাকে বিন্দুমাত্র বেগ পেতে হয় না! তোমার জন্যে রুজিরুটির বন্দোবস্ত করতে বুঝি বেগ পেতে হবে?
-
হে আদম সন্তান! আমার কাছে তুমি আগামী কালের রিযিক চেয়ে অস্থির হয়ে পড়ে না। ঠিক যেমন আমি তোমার কাছে আগামীকালের ‘ইবাদত’ দাবি করি না!
.
হে আদম সন্তান! আমি তোমাকে ভালোবাসি! আমি তোমার ‘মুহিব্ব’! প্রেমিক! তোমার প্রতি আমার সমস্ত আচরণই প্রেমিকের মতো হবে!
.
কেন এত দুশ্চিন্তা! কেন এত উৎকণ্ঠা! কেন এত দৌড়াদৌড়ি! শান্ত হয়ে আমার ইবাদতে লেগে থাকো! বাকিটা আমি দেখছি!

zafrin.eng:
thank you for sharing this valuable post!

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version