জানা অজানার মাঝে কয়েকটি প্রশ্ন ও উত্তর

Author Topic: জানা অজানার মাঝে কয়েকটি প্রশ্ন ও উত্তর  (Read 26580 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ?
উঃ সংসদীয় গণতন্ত্র।

বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
উঃ এককেন্দ্রীক রাষ্ট্র।

সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
উঃ ২১ টি অঞ্চলে (পুরাতন প্রত্যেকটি জেলা)

১৯৯৬ সালে প্রনীত রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?
উঃ মন্ত্রী।

সচিবগণের পদোন্নতির ধাপ গুলো হ’ল?
উঃ সহকারী সচিব- সিনিয়র সহকারী সচিব- উপ সচিব- যুগ্ম সচিব- অতিরিক্ত সচিব- সচিব।

রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান কে?
উঃ মুখ্য সচিব।


প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?
উঃ মুখ্য সচিব।

মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উঃ সচিব।

প্রশাসনে সচিব পদের সংখ্যা কত?
উঃ ৬৬ টি।

বাংলাদেশে কতটি মন্ত্রণালয় আছে?
উঃ ৩৯ টি।

বাংলাদেশে মেট্রোমলিটন সিটির সংখ্যা কতটি?
উঃ ৬ টি।

বাংলাদেশে পৌরসভার সংখ্যা কতটি?
উঃ ৩০৮ টি।

বাংলাদেশে থানার সংখ্যা কতটি?
উঃ ৬০৯ টি।

দেশে বর্তমানে মোট উপজেলা কতটি?
উঃ ৪৮১ টি।

বাংলাদেশে নৌ থানার সংখ্যা কতটি?
উঃ ৪ টি।

বাংলাদেশে রেলওয়ে থানার সংখ্যা কতটি?
উঃ ২১ টি।

বাংলাদেশে গ্রামের সংখ্যা কতটি?
উঃ ৮৭,৩২০ টি।

বাংলাদেশে ইউনিয়নের সংখ্যা কতটি?
উঃ ৪,৪৯৮ টি।

বাংলাদেশে মৌজার সংখ্যা কতটি?

উঃ ৫৯,৯৯০ টি।

উঃ চট্টগ্রাম (১৬৬৬ সালে।)
উঃ ২১ টি।

বঙ্গদেশের প্রথম জেলা গঠিত হয় কবে?
উঃ ১৬৬৬ সালে।

বঙ্গদেশের সর্ব প্রথম জেলা কোনটি?
উঃ চট্টগ্রাম (১৬৬৬ সালে।)

১৯৮৪ সালের পূর্বে বাংলাদেশে কতটি জেলা ছিল?
উঃ ২১ টি।

বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে?
উঃ ৬৪ টি।

বর্তমানে বাংলাদেশে কতটি বিভাগ আছে?
উঃ 7 টি।

বিভাগের প্রশাসনিক প্রধান কে?

উঃ বিভাগীয় কমিশনার।

ব্রিটিশ ভারত বঙ্গদেশে প্রতিষ্ঠিত মহকুমা কোনটি?
উঃ খুলনা (১৮৪২ সালে।)

সর্ব প্রথম জেলা প্রশাসকের পদ সৃষ্টি হয় কবে?
উঃ ১৭৬৬ সালে।

দেশের সকল থানাকে কবে প্রথম উপজেলায় রুপান্তর করা হয়?
উঃ ১৯৮৫ সালে।

দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

উঃ সিলেট।

বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?
উঃ রাজশাহী বিভাগ।

বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
উঃ সিলেট।

বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?
উঃ সেন্ট মার্টিন।

মেট্রোপলিটন পুলিশের প্রধান কে?
উঃ পুলিশ কমিশনার।

বাংলাদেশে মোট কারাগার সংখ্যা কত?
উঃ ৬৭ টি।

ঢাকা পৌরসভা কবে গঠিত হয়?
উঃ ১৮৬৪ সালে।

ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট থানা কয়টি?
উঃ ৪০ টি।
ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৮৮৪ সালে।


ঢাকা পৌরসভার প্রথম নিবর্াচিত চেয়ারম্যান কে?
উঃ আনন্দ চন্দ্র রায়।

ঢাকা পৌরসভার প্রথম মনোনিত চেয়ারম্যান কে?
উঃ মিঃ স্কিনার।

কবে ঢাকা পৌরসভাকে পৌর কর্পোরেশন করা হয়?
উঃ ১৯৭৮ সালে।

ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র কে?
উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।


কবে ঢাকা পৌর কর্পোরেশনকে সিটি কর্পোরেশন করা হয়?
উঃ ১৯৮৯ সালে।

ঢাকা সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কতটি?
উঃ ১০০ টি।

পুলিশের নতুন পোশাক কবে চালু হয়?
উঃ ১০ জানুয়ারী, ২০০৪।

বাংলাদেশ পুলিশের মনোগ্রাম থেকে কি বাদ দেয়া হয়েছে?
উঃ নৌকা।

বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কতটি?
উঃ ৩১ টি।

রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) কবে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়?
উঃ ২৬ মার্চ, ২০০৪
« Last Edit: November 13, 2013, 08:46:27 PM by bbasujon »

Offline nature

  • Hero Member
  • *****
  • Posts: 912
  • I love my University
    • View Profile
Really informative and thanks for the post. In this post we don't know some of the question and by reading this post i can learn that.
Name: Md. Faruque Hossain
ID: 142-14-1436
Department of MBA
Daffodil International  University
Email:faruque_1362@diu.edu.bd

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management

Offline farzanamili

  • Sr. Member
  • ****
  • Posts: 471
  • Word has power, use it wisely!
    • View Profile
good post,but it would be better if answers were put beside the question,so it would be easier to read.
Mirza Farzana Iqbal Chowdhury
Senior Lecturer
Department of Law
Daffodil International University.

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
Thank u for your suggestion & post it again

Offline farzanamili

  • Sr. Member
  • ****
  • Posts: 471
  • Word has power, use it wisely!
    • View Profile
Ohh thanks a lot for your kind consideration.  :)...Now it looks better! :)
Mirza Farzana Iqbal Chowdhury
Senior Lecturer
Department of Law
Daffodil International University.

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management

Offline shyful

  • Full Member
  • ***
  • Posts: 219
    • View Profile
thanks ,nice contribution
With best regards and Thanks in advance,

S.M.Saiful Haque

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
Re: update 2013
« Reply #9 on: November 13, 2013, 08:49:57 PM »
1.বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
2.বাংলাদেশের সরকার
পদ্ধতি কিরূপ ?
3.বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
সমগ্র
4.বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ
করা হয়েছে ?
5.১৯৯৬ সালে প্রনীত রুলস অব
6.বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের
নির্বাহী প্রধান কে ?
7.সচিবগণের পদোন্নতির ধাপ
গুলো হ’ল ?
8.রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান
কে ?
9.প্রধানমন্ত্রীর সচিবালয়ের
প্রধান কে ?
10.মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান
কে ?
11.প্রশাসনে সচিব পদের সংখ্যা কত?
12.বাংলাদেশে কতটি মন্ত্রণালয়
আছে ?
13.বাংলাদেশে মেট্রোমলিটন সিটির সংখ্যা কতটি ?
14.বাংলাদেশে পৌরসভার সংখ্যা কতটি ?
15.বাংলাদেশে থানার সংখ্যা কতটি?
16.দেশে বর্তমানে মোট উপজেলা কতটি ?
17. বাংলাদেশে নৌ থানার সংখ্যা কতটি ?
18.বাংলাদেশে রেলওয়ে থানার
সংখ্যা কতটি ?
19.বাংলাদেশে গ্রামের সংখ্যা কতটি ?
20. বাংলাদেশে ইউনিয়নের
সংখ্যা কতটি ?
21.বাংলাদেশে মৌজার সংখ্যা কতটি?
22.বঙ্গদেশের প্রথম জেলা গঠিত হয় কবে ?
23.বঙ্গদেশের সর্ব প্রথম জেলা কোনটি ?
24. ১৯৮৪ সালের পূর্বে বাংলাদেশে কতটি জেলা ছিল
?
25.বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে ?
26.বর্তমানে বাংলাদেশে কতটি বিভাগ আছে ?
27. বিভাগের প্রশাসনিক প্রধান কে?
28. ব্রিটিশ ভারত বঙ্গদেশে প্রতিষ্ঠিত মহকুমা কোনটি ?
29.সর্বপ্রথম প্রথম জেলা প্রশাসকের পদ সৃষ্টি হয় কবে ?
30. দেশের সকল থানাকে কবে প্রথম উপজেলায় রুপান্তর করা হয় ?
31.দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ?
32.বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি ?
33. বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ?
34. বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি ?
35.মেট্রোপলিটন পুলিশের প্রধান
কে ?
36.বাংলাদেশে মোট কারাগার
সংখ্যা কত ?
37.ঢাকা পৌরসভা কবে গঠিত হয়?
38.ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট থানা কয়টি ?
39. ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
40.ঢাকা পৌরসভার প্রথম নিবার্চিত চেয়ারম্যান কে ?
41.ঢাকা পৌরসভার প্রথম মনোনিত চেয়ারম্যান কে ?
42.কবে ঢাকা পৌরসভাকে পৌর
কর্পোরেশন করা হয় ?
43.ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র কে ?
44.কবে ঢাকা পৌর কর্পোরেশনকে সিটি কর্পোরেশন
করা হয় ?
45.ঢাকা সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কতটি ?
46.পুলিশের নতুন পোশাক কবে চালু হয় ?
47.বাংলাদেশ পুলিশের মনোগ্রাম
থেকে কি বাদ দেয়া হয়েছে ?
48.বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কতটি ?
49.রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন
( RAB) কবে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়?

উত্তর : By Miliya Toma

1.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
2.বাংলাদেশের সরকার
পদ্ধতি – সংসদীয় গণতন্ত্র।
3.বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র-এককেন্দ্রীক রাষ্ট্র।
4.সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ
করা হয়েছে ? — ২১ টি অঞ্চলে (পুরাতন প্রত্যেকটি জেলা)।
5.১৯৯৬ সালে প্রনীত রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের
নির্বাহী প্রধান কে ? –মন্ত্রী।
*7.সচিবগণের পদোন্নতির ধাপ
গুলো হ’ল ?—সহকারী সচিব-> সিনিয়র সহকারী সচিব-> উপ সচিব-> যুগ্ম সচিব-> অতিরিক্ত সচিব-> সচিব।
8.রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান
কে ?— মুখ্য সচিব।
9.প্রধানমন্ত্রীর সচিবালয়ের
প্রধান কে ? —মুখ্য সচিব।
10.মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান
কে ? —-সচিব।
11.প্রশাসনে সচিব পদের সংখ্যা কত? —৬৬ টি।
12.বাংলাদেশে কতটি মন্ত্রণালয়
আছে ? —-৩৯ টি।
13.বাংলাদেশে মেট্রোমলিটন সিটির সংখ্যা কতটি ? —১১ টি।
14.বাংলাদেশে পৌরসভার সংখ্যা কতটি ? —-৩১৫ টি।
15.বাংলাদেশে থানার সংখ্যা কতটি? —৬৩০ টি
16.দেশে বর্তমানে মোট উপজেলা কতটি ? —৪৮৬ টি (সর্বশেষ তারাকান্দা)।
17. বাংলাদেশে নৌ থানার সংখ্যা কতটি ? —১০ টি।
18.বাংলাদেশে রেলওয়ে থানার
সংখ্যা কতটি ? —-২১ টি।
19.বাংলাদেশে গ্রামের সংখ্যা কতটি ? —-৮৭,৩২০ টি।
20. বাংলাদেশে ইউনিয়নের
সংখ্যা কতটি ? —-৪,৫৬২ টি।
21.বাংলাদেশে মৌজার সংখ্যা কতটি? —-৫৯,৯৯০ টি। (নতুন তথ্য জানিনা)
22.বঙ্গদেশের প্রথম জেলা গঠিত হয় কবে ? ——১৬৬৬ সালে
23.বঙ্গদেশের সর্ব প্রথম জেলা কোনটি ? —–চট্টগ্রাম (১৬৬৬ সালে।)
24. ১৯৮৪ সালের পূর্বে বাংলাদেশে কতটি জেলা ছিল
? —-২১ টি।
25.বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে ? —-৬৪ টি।
26.বর্তমানে বাংলাদেশে কতটি বিভাগ আছে ? —-৭ টি।
27. বিভাগের প্রশাসনিক প্রধান কে? —-বিভাগীয় কমিশনার।
28. ব্রিটিশ ভারত বঙ্গদেশে প্রতিষ্ঠিত মহকুমা কোনটি ? —–খুলনা (১৮৪২ সালে)
29.সর্বপ্রথম প্রথম জেলা প্রশাসকের পদ সৃষ্টি হয় কবে ? —-১৭৬৬ সালে।
30. দেশের সকল থানাকে কবে প্রথম উপজেলায় রুপান্তর করা হয় ? —১৯৮৫ সালে।
31.দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ? —-গাজীপুর। (৭.১.২০১৩)
32.বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি ? —চট্টগ্রাম।
33. বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ? —- সিলেট।
34. বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি ?—- হাজীপুর, ভোলা।
35.মেট্রোপলিটন পুলিশের প্রধান
কে ? —–পুলিশ কমিশনার।
36.বাংলাদেশে মোট কারাগার
সংখ্যা কত ?
37.ঢাকা পৌরসভা কবে গঠিত হয়? —–১৮৬৪ সালে।
38.ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট থানা কয়টি ? —–৪০ টি।
39. ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? —–১৮৮৪ সালে।
40.ঢাকা পৌরসভার প্রথম নিবার্চিত চেয়ারম্যান কে ? —–আনন্দ চন্দ্র রায়।
41.ঢাকা পৌরসভার প্রথম মনোনিত চেয়ারম্যান কে ? —–মিঃ স্কিনার।
42.কবে ঢাকা পৌরসভাকে পৌর
কর্পোরেশন করা হয় ? —–১৯৭৮ সালে।
43.ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র কে ? —–ব্যারিস্টার আবুল হাসনাত।
44.কবে ঢাকা পৌর কর্পোরেশনকে সিটি কর্পোরেশন
করা হয় ? —–১৯৮৯ সালে (আমার জন্মের সালে )
45.ঢাকা সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কতটি ? —-৩৬+৫৬=৯২ টি।
46.পুলিশের নতুন পোশাক কবে চালু হয় ?——১০ জানুয়ারী, ২০০৪।
47.বাংলাদেশ পুলিশের মনোগ্রাম
থেকে কি বাদ দেয়া হয়েছে ? ——নৌকা।
48.বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কতটি ? —-৩২টি।
49.রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন
( RAB) কবে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়?—– ২৬ মার্চ, ২০০৪