জোকস-১
এক মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে একটি অফিসে গেলো-
ম্যানেজার: আপনার ওজন ৪২ কেজি। আমরা ৪০ কেজির উপরে কাউকে চাকরি দেই না। আপনার চাকরি হবে না।
মেয়ে: আচ্ছা, আমি কাল আবার আসবো।
পরদিন সকালে মেয়েটা আবার ওই অফিসে এলো-
ম্যানেজার: একী আজ আবার এসেছেন? বলেছি না আপনার চাকরি হবে না!
মেয়ে: আজ ওজনটা আরেকবার মাপুন না!
ম্যানেজার: ঠিক আছে। মেশিনের ওপর দাঁড়ান দেখি।
মেয়ে: জ্বি, দাঁড়ালাম।
ম্যানেজার: একি আজ আপনার ওজন ২ কেজি কম। আজব ব্যাপার!
মেয়ে: ইয়ে মানে স্যার, আজ আমি মেকআপ করিনি তো তাই।
জোকস-২
ম্যাডাম: কাল ৩ প্রকার। যেমন- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল। উদাহরণ হিসেবে মনে করো- আমি সুন্দরী ছিলাম, সুন্দরী আছি এবং সুন্দরী থাকবো। এখন তোমরা কেউ কি ৩ প্রকার কালের উদাহরণ বলতে পারবে?
বল্টু: ম্যাডাম, আমি পারব।
ম্যাডাম: ওকে ফাইন, বল তাহলে।
বল্টু: আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে এবং ভুল থাকবে।
জোকস-৩
ঈদের দিন সকালে এক ভিক্ষুক বাসার দরজায় নক করলো-
ভিক্ষুক: দুইটা টাকা দিবেন বাপজান?
মালিক: ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়ি গেছে। দেখছো না বাসায় কোনো মানুষ নেই, যাও পরে এসো।
ভিক্ষুক: আপনে যদি এক মিনিটের লাইগা মানুষ হইতেন, তাইলে খুব ভালো হইতো!