নারীর নিরাপত্তায় নতুন ফিচার আনছে গুগল ম্যাপ

Author Topic: নারীর নিরাপত্তায় নতুন ফিচার আনছে গুগল ম্যাপ  (Read 1115 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management


গুগল ম্যাপে আসছে নতুন ফিচার। গুগলের তরফ থেকে জানানো হয়েছে, রাতে অন্ধকার রাস্তা দিয়ে যেতে অনেক নারী সমস্যায় পড়েন। তাদেরকে সাহায্য করতে নতুন ফিচার আনছে গুগল ম্যাপ।

জানা গেছে, এই ফিচারের সাহায্য গুগল ম্যাপের মাধ্যমে কোন রাস্তা রাতে বেশি আলোকিত তা বুঝতে পারবেন ব্যবহারকারী। এক্সডিএ ডেভলপারদের হাতে তৈরি এই ফিচারে বলা হয়েছে, যারা গুগল ম্যাপ ব্যবহার করেন, তারা বেশি আলোকিত রাস্তায় একটি হলুর রঙের উজ্জ্বলতা দেখতে পাবেন।

যেমন- রাস্তায় যানজট থাকলে লাল রং দেখা যায়, তেমনই আলোকিত রাস্তার ওপর হলুদ রঙের আস্তরণ দেখত পাবেন ব্যবহারকারীরা। সাধারণ এপ ট্র‌্যাক ডাউন করার সময় এবং গুগল ম্যাপের বেটা ভার্সানে এই সুবিধা পাওয়া যাবে এখন। এরপর এটি সাধারণ ব্যবহারকারীও অ্যাপে পাবেন।


Source: https://www.bd-pratidin.com/tech-world/2019/12/12/482891

Offline Mohammad Salek Parvez

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 387
    • View Profile