জি-মেইলে শর্টকাট কি

Author Topic: জি-মেইলে শর্টকাট কি  (Read 1085 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
জি-মেইলে শর্টকাট কি
« on: December 24, 2019, 09:58:38 AM »



নানা সুবিধায় জি-মেইল ঠাসা। ই-মেইল সেবাটি অন্যান্য সুবিধার পাশাপাশি কি-বোর্ডের শর্টকাট বোতামের মাধ্যমেও ব্যবহার করা যায়। এতে ব্যবহারকারীরা সহজে এবং দ্রুত বিভিন্ন সুবিধা পেতে পারেন।

তবে জি-মেইলে কি-বোর্ড শর্টকাট ব্যবহার করতে প্রথমে ফিচারটি চালু করে নিতে হবে। ব্যবহার করা যাবে উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে। তবে মনে রাখতে হবে, উইন্ডোজ এবং ম্যাকে কি-বোর্ড শর্টকাট ভিন্ন ভিন্নভাবে কাজ করে। যেমন উইন্ডোজের Ctrl বোতামের পরিবর্তে ম্যাক Cmd বোতাম চাপতে হয়।


জি-মেইলে শর্টকাট কি চালু করার ধাপগুলো—

১. পিসি বা ম্যাক কম্পিউটার থেকে জি-মেইল খুলুন।
২. ওপরের ডান কোনা থেকে ‘গিয়ার’ আইকনে ক্লিক করে Settings-এ যান।
৩. Keyboard shortcuts অংশে খুঁজে নিয়ে সচল করে দিন।
৪. ওয়েব পেজের নিচে Save Changes-এ ক্লিক করুন।

এ ছাড়া জি-মেইল ব্যবহারকারীদের নিজের মতো করে কি-বোর্ডের শর্টকাট বোতাম তৈরির সুযোগ আছে। এ জন্য Settings অংশের নিচের দিকে Advance-এ ক্লিক করুন। নিজস্ব কি-বোর্ড শর্টকাটের অপশনটি চালু করে দিন। Action অপশনে যে কি-বোর্ড বোতাম তৈরি করতে চান, সেটি টাইপ করে নিচের দিকে Save Changes-এ ক্লিক করুন।

জি-মেইলের সাধারণ কিছু কি-বোর্ড শর্টকাট—
* পর্দায় দেখানো ই-মেইল বার্তার আগের বার্তায় যেতে P চাপুন
* পরবর্তী বার্তায় যেতে চাপুন N
* ই-মেইল লেখা হয়ে গেলে Cmd বা Ctrl-এর সঙ্গে চাপুন Enter
* সিসি প্রাপক যুক্ত করতে চাপুন Cmd/Ctrl + Shift + C
* বিসিসি প্রাপক যুক্ত করতে চাপুন Cmd/Ctrl + Shift + B
* ই-মেইলে লিংক যুক্ত করতে Cmd/Ctrl + K
* বানানবিষয়ক পরামর্শ পেতে Cmd/Ctrl + M
* পরবর্তী পৃষ্ঠায় যেতে G + N
* পূর্ববর্তী পৃষ্ঠায় যেতে G + P


মোখলেছুর রহমান, সূত্র: গেজেটস নাউ

Offline Forman

  • Jr. Member
  • **
  • Posts: 64
  • Tech Lover
    • View Profile
Re: জি-মেইলে শর্টকাট কি
« Reply #1 on: February 04, 2020, 09:57:34 AM »
Learned new short cut of Gmail.