IT Help Desk > IT Forum

e-tips

<< < (4/8) > >>

nafrin:
good for passing leisure time

poppy siddiqua:
thankyou Anis Sir for the e-tips.

Anisur Rahman:
আমরা যারা ডুয়েল সিমের ফোন ব্যবহার করি তাদের ক্ষেত্রে একটি কমন প্রবলেম হচ্ছে সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ বন্ধ দেখায় অথবা সিম-২ দিয়ে কথা বলার সময় সিম-১ বন্ধ দেখায়। MCA ব্যবহার করে যদিও পরবর্তীতে সেই ব্যর্থ কলগুলো দেখা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা অনেক দেরি হয়ে পড়ে। আর কলগুলো যদি খুবই ইম্পরট্যান্ট হয় তাহলে তো কথাই নেই।কিন্তু ভেবে দেখুন তো এমন যদি হত, সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ এর কল ওয়েটিং দেখাবে কিংবা সিম-২ দিয়ে কথা বলার সময় সিম-১ এর কল ওয়েটিং দেখাবে তাহলে কেমন হয়?

নিশ্চয়ই মন্দ হয়না। এমন হলে ইম্পরট্যান্ট বা আনইম্পরট্যান্ট কোন কলই মিস যাবে না সময়মত।

প্যাচাল মেলা হইল। এবার আসুন দেখি কিভাবে করা যায় এই কাজটি।

    প্রথমে আপনার সিম-১ ও সিম-২ এর কল ওয়েটিং একটিভেট না থাকলে একটিভেট করে নিন।
    এবার Settings এর Call settings থেকে Sim-1 Call Settings এ গিয়ে Call Divert এ যান। (কোন কোন ফোনে Call Divert অপশনটি Settings এ নাও থাকতে পারে। সেক্ষেত্রে Call Divert অপশনটি খুজে বের করুন)
    এবার Divert if unreachable বা Divert if out of reach এই জাতীয় অপশনে গিয়ে To other number এ যান।
    এখানে সিম-২ এর নাম্বারটি দিয়ে ওকে করুন।
    একইভাবে Sim-2 Call Settings এর To other number এ সিম-১ এর নাম্বারটি দিয়ে ওকে করুন।

মনে রাখবেন, সিম-১ বা সিম-২ এর কল ওয়েটিং দেখানোর সময় উপরে Divert এর একটি চিহ্ন আসবে যা দেখে আপনাকে বুঝে নিতে হবে সিম-১ বা সিম-২ এর কল Diverted হয়ে সিম-২ বা সিম-১ এ এসেছে। ওয়েটিং অবস্থায় কলটি রিসিভ করবেন না, তাহলে কলকারীর সমপরিমান ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট থেকেও কাটা যাবে।

sethy:
Very informative post. Sometime we face those problem. now we do not miss any call. Thanks for sharing......

Anisur Rahman:
If we could see ourselves as others see us, we would vanish on the spot......Emile M. Cioran

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version