IT Help Desk > IT Forum

e-tips

<< < (8/8)

Anisur Rahman:
এসে গেল! গুগলের নতুন অপারেটিং সিস্টেম Jelly Bean 4.1

এন্ড্রয়েড ৪.০ আইস ক্রিম স্যান্ডউইচ, যেটা পারফর্মেন্স, ইন্টারফেস এর দিক দিয়ে অলরেডি অনেক অনেক এগিয়ে গেছে আগের এন্ড্রয়েড গুলোর থেকে। তার পরও এই জেলি বীন আগের ভার্সন থেকে অনেক আলাদা।গুগল একটি প্রজেক্ট হাতে নিয়েছে জার নাম প্রজেক্ট বাটার, কারন গুগলের দাবি এর মাধ্যমে তাদের লেটেস্ট এই ওএস এর ইন্টারফেস চলবে মাখনের মত smooth, আর তাই এই নাম মাখন ওরফে BUTTER । তাই নিঃসন্দেহে  ৪.১ হবে আরও ফাস্ট !

Anisur Rahman:
CRT মনিটর বিলুপ্তির পথে !

যাদের পিসির বয়স ৩-৪ বছরের মত তাদের প্রায় সবাই এই মনিটরের সাথে পরিচিত। যারা পুরোনো পিসিগুলি এখনো ব্যবহার করে কিংবা নষ্ট হয়নি তারা এখনো এই CRT মনিটরগুলি ব্যবহার করছেন। তবে বিগত কয়েকবছর থেকে এই মনিটরের ব্যবহার ব্যাপকভাবে কমে যেতে শুরু করেছে। কারণ বাজারে এখন LCD ও LED এর মত আধুনিক প্রযুক্তি সম্পন্ন মনিটর এসেছে। LCD/LED এর সাথে CRT এর তুলনা করলে CRT এর একটাও ভাল দিক পাওয়া যাবেনা। এরমধ্যে দুইটা প্রধান কারণ হল

    CRT তে প্রচুর বিদ্যুৎ খরচ হয়
    চোখেরও ক্ষতি করে।

আগামী কয়েক বছরের মধ্যেই ক্যাসেটের মত CRT মনিটরকেও আমরা খুব শিঘ্রই জাদুঘরে দেখতে পাব ইনশাআল্লাহ !

এখন আসি LCD এবং LED প্রসঙ্গে। CRT এর পরেই LCD এর আগমন। এবং বাজারে আসার সাথে সাথেই এই LCD প্রযুক্তির মনিটরের জনপ্রিয়তা ব্যপকভাবে বৃদ্ধি পায়। এর প্রধান দুটি কারণ হল

    খুবই বিদ্যুৎ সাশ্রয়ী
    চোখের ক্ষতি অনেক কম
    সাইজে ছোট তাই জায়গা অনেক কম লাগে

যাহোক এবার আসি LED প্রযুক্তির মনিটরের ব্যপারে। LCD এর পরেই LED এর আগমন। তবে অনেকেই LCD এবং LED এর মধ্যে পার্থক্য করতে পারেন না কিংবা গুলিয়ে ফেলেন। মূলত LCD এবং LED প্রায় একই ধরণের টেকনোলজী ব্যবহার করে শুধুমাত্র ব্যকলাইটিং বাদে।
LCD মনিটর ব্যকলাইটিং এর জন্য Cold Cathode Fluorescent Lamps ব্যবহার করে এবং LED মনিটর Light Emitting Diodes ব্যবহার করে। এটিই মূলত এই মনিটর দুটির মধ্যে প্রধান পার্থক্য।

LED মনিটরকে LCD এর আপগ্রেড ভার্সন বলা যেতে পারে। তবে LCD এর তুলনায় LED তে দারুন পরিবর্তন আনা হয়েছে। ফলে LED মনিটরে ইমেজকে আরও নিখুত এবং সচ্ছভাবে দেখা যায়। LED এর দারুন কয়েকটি সুবিধা হল-

    ছবি খুবই সচ্ছ এবং নিখুত দেখা যায়
    চোখের ক্ষতি অনেক কম করে
    খুবই বিদ্যুৎ সাশ্রয়ী
    এটি দীর্ঘস্থায়ী

যারা নতুন মনিটর কিনছেন তাদেরকে অবশ্যই বলব LED মনিটর নিতে।

Anisur Rahman:
এবার আপনার জাভা এনাবল মোবাইল থেকে এসএমএস পাঠান যতখুশি একদম ফ্রিতে ।
অনেকেই জেনে আনন্দিত হবেন যে এখন আপনি আপনার মোবাইল থেকে আনলিমিটেড এসএমএস পাঠাতে পারবেন বিশ্বের যে কোন মোবাইল নাম্বারে । তাই আসছে পবিত্র ঈদুল ফিতরে আপনাদের জন্য আমার পক্ষ থেকে এটি শুভেচ্ছা উপহার । ম্যাসেজ পাঠানোর জন্য আপনাকে কোন পয়সা খরচ করতে হবেনা । এটি সম্ভব হবে ছোট্র একটি binusms সফটওয়্যার দিয়ে । কথা না বাড়িয়ে সরাসরি আপনার মোবাইল থেকে ডাউনলোড করে ইনস্টল করুন ।
এবার আপনাকে যা করতে হবেঃ আর তা হলো আপনি প্রথমে সফ্টওয়্যারটি ওপেন করুন এরপর মেনু থেকে হোম-ম্যাসেজ-এ যান । আপনার নাম ও মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে ফেলুন কোন রকম ঝামেলা ছাড়াই । এরপর Message অপশন থেকে ফ্রি এসএমএস অপশনে গিয়ে পাঠাতে থাকুন এসএমএস যতখুশি । SMS পাঠানোর সময় অবশ্যই মোবাইল নাম্বারের আগে কান্ট্রি কোড বাংলাদেশ হলে +88 দিন ।
ভাল লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ।

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version