পোশাকে আরামের খোঁজ

Author Topic: পোশাকে আরামের খোঁজ  (Read 744 times)

Offline Raja Tariqul Hasan Tusher

  • Full Member
  • ***
  • Posts: 114
  • Test
    • View Profile
পোশাকে আরামের খোঁজ
« on: March 10, 2020, 01:48:23 PM »
শীত শেষ। বসন্তের শুরু থেকেই আবহাওয়ায় গরম ভাব। আর সামনের মাসেই শুরু হচ্ছে গরমকাল। তাই পোশাকে এসেছে পরিবর্তন। ফ্যাশন হাউস আর কাপড়ের দোকানের তাকে শোভা পাচ্ছে গরমের সংগ্রহ। ছেলেদের পোশাকে সুতিই প্রাধান্য পাচ্ছে। কারণ, এই সময়ে সবচেয়ে বেশি দরকার আরাম। সেটা তো সুতিতেই মেলে।

ফ্যাশন হাউস ওটুর স্বত্বাধিকারী ও ডিজাইনার জাফর ইকবাল বললেন, গরম মানেই চাই আরাম। গরমে নরম সুতি কাপড়ের চাহিদা বেশি থাকে। তাই ছেলেদের সব ধরনের পোশাকে সুতি কাপড়ের ব্যবহারই বেশি করা হচ্ছে। এ সময় দাওয়াতে গেলেও পোশাক নির্বাচনে থাকতে হবে সচেষ্ট।

টি-শার্ট: একস্ট্যাসি
টি-শার্ট: একস্ট্যাসি
১.সাদা রঙের পোশাক গরমে শরীরের পাশাপাশি চোখে প্রশান্তি এনে দেয়। নীল জিনসের সঙ্গে গোল গলার সাদা টি-শার্ট। ছেলেদের ক্যাজুয়াল স্টাইলে আরাম এনে দেবে এমন সাজপোশাক। সাদা টি-শার্টের পেছন দিকের নীল রঙে লেখাটাও সুন্দর দেখাবে। টি-শার্ট: একস্ট্যাসি

২.গরমে তরুণদের কাছে সবচেয়ে পছন্দের পোশাক টি-শার্ট। বাসন্তী রঙের এই পোলো টি-শার্টে কোনো বিশেষ নকশা নেই। তবে হাতা আর কলারের সাদা চিকন দাগে বৈচিত্র্য এসেছে। তার সঙ্গে মিলিয়ে ঘিয়ে রঙের প্যান্ট আর কালো বেল্টে ফ্যাশন ও আরাম দুটোই পাবে দশে দশ। টি-শার্ট: ইজি

৩.সুতি শার্টে আরাম। মোটা সুতার গ্যাবার্ডিন কাপড়ের ওয়াশ করা চাঁপা সাদা প্যান্টের সঙ্গে হালকা রঙের শার্ট। নকশা বলতে কলারের দুই দিকে কালো রঙের বিছা। শার্ট ও প্যান্ট: ওটু

৪.ফুলহাতা সাদা এই শার্টে বিশেষভাবে চোখে পড়ে কলারটি। কলারজুড়ে লম্বা একটা ড্রাগনের নকশা। সাদা শার্টের সঙ্গে নীল জিনসের প্যান্ট আর রোদচশমায় গরমের দিনেও আপনাকে দেখাবে ফুরফুরে। শার্ট: ওটু

৫.গরমের সময়েও শুক্রবার ও বৈকালিক দাওয়াতে পাঞ্জাবি পরেন অনেকে। তাই গরমকালের উপযোগী এই পাঞ্জাবির নাম—ফ্রাইডে পাঞ্জাবি। পাতলা সুতি কাপড়ে ফুলেল ছাপের এই পাঞ্জাবির ওপরে হালকা কোনো একরঙা প্রিন্স কোট পরে নিলেই কেল্লা ফতে।