করোনা নিয়ে দেশে দেশে যা হচ্ছে

Author Topic: করোনা নিয়ে দেশে দেশে যা হচ্ছে  (Read 528 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2669
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১১৪টি দেশে ১ লাখ ১৮ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২৯১ জন। করোনাভাইরাস ঠেকাতে দেশগুলোকে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছে সংস্থাটি।

গতকাল বুধবার ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘আমরা সতর্কঘণ্টা জোরে ও স্পষ্ট করে বাজিয়ে চলছি।’

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটা এই করোনাভাইরাস ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ ভাইরাস যুক্তরাষ্ট্র ছাড়াও বলিভিয়া, হন্ডুরাস, তুরস্কের মতো নতুন দেশে ছড়িয়েছে। ইন্দোনেশিয়া, বুলগেরিয়া ও সুইডেনে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৬৬ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। শুধু নিউইয়র্কেই এমন মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১৭০। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কাছের একটি শহরতলিতে ১০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল একজন। ১০ দিনের ব্যবধানে সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

এ কারণে হোয়াইট হাউস থেকে বারবার আশ্বস্ত করা সত্ত্বেও করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ পরবর্তী ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে স্থানীয় সময় গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। কাল শুক্রবার থেকে এই ঘোষণা কার্যকর হবে। যুক্তরাজ্যের বেলায় এ ঘোষণা কার্যকর হবে না। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলায় শিক্ষকেরা সরাসরি শিক্ষা দিতে চাইছেন না। তাই পাঁচ দিনের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তল্পিতল্পা গোছাতে বলা হয়েছে। কেমব্রিজ, ম্যাসাচুসেটস থেকেও শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টার শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে যেতে নিষেধ করা হয়েছে। এর পরিবর্তে অনলাইন ক্লাসে যেতে বলা হয়েছে।

ইতালি: করোনাভাইরাস ছড়ানোর পর থেকে এক দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যুর হার বাড়ার রেকর্ড হয়েছে ইতালিতে। করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ইতালিতে কোয়ারেন্টাইন–সংশ্লিষ্ট পদক্ষেপ আরও কঠোর করা হয়েছে। বর্তমানে দেশজুড়ে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জীবিকা বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে গতকাল ঘোষণা দিয়েছেন, সুপারমার্কেট, খাবার ও ওষুধের দোকানের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

ডেনমার্ক: প্রধানমন্ত্রী বলেছেন, করোনা মোকাবিলায় দেশটির সব স্কুল, বিশ্ববিদ্যালয় ও ডে কেয়ার সুবিধাগুলো বন্ধ থাকবে। কাল শুক্রবার থেকে জরুরি কর্মী ছাড়া সব কর্মীকে বাড়িতে থাকতে হবে।


প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১১৪টি দেশে ১ লাখ ১৮ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২৯১ জন। করোনাভাইরাস ঠেকাতে দেশগুলোকে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছে সংস্থাটি।

গতকাল বুধবার ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘আমরা সতর্কঘণ্টা জোরে ও স্পষ্ট করে বাজিয়ে চলছি।’

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটা এই করোনাভাইরাস ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ ভাইরাস যুক্তরাষ্ট্র ছাড়াও বলিভিয়া, হন্ডুরাস, তুরস্কের মতো নতুন দেশে ছড়িয়েছে। ইন্দোনেশিয়া, বুলগেরিয়া ও সুইডেনে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৬৬ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি দেখে নিন:
ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ পরবর্তী ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ পরবর্তী ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। শুধু নিউইয়র্কেই এমন মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১৭০। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কাছের একটি শহরতলিতে ১০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল একজন। ১০ দিনের ব্যবধানে সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

এ কারণে হোয়াইট হাউস থেকে বারবার আশ্বস্ত করা সত্ত্বেও করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ পরবর্তী ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে স্থানীয় সময় গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। কাল শুক্রবার থেকে এই ঘোষণা কার্যকর হবে। যুক্তরাজ্যের বেলায় এ ঘোষণা কার্যকর হবে না। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলায় শিক্ষকেরা সরাসরি শিক্ষা দিতে চাইছেন না। তাই পাঁচ দিনের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তল্পিতল্পা গোছাতে বলা হয়েছে। কেমব্রিজ, ম্যাসাচুসেটস থেকেও শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টার শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে যেতে নিষেধ করা হয়েছে। এর পরিবর্তে অনলাইন ক্লাসে যেতে বলা হয়েছে।
ইতালিজুড়ে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। ছবি: রয়টার্স
ইতালিজুড়ে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। ছবি: রয়টার্স

ইতালি: করোনাভাইরাস ছড়ানোর পর থেকে এক দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যুর হার বাড়ার রেকর্ড হয়েছে ইতালিতে। করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ইতালিতে কোয়ারেন্টাইন–সংশ্লিষ্ট পদক্ষেপ আরও কঠোর করা হয়েছে। বর্তমানে দেশজুড়ে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জীবিকা বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে গতকাল ঘোষণা দিয়েছেন, সুপারমার্কেট, খাবার ও ওষুধের দোকানের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

ডেনমার্ক: প্রধানমন্ত্রী বলেছেন, করোনা মোকাবিলায় দেশটির সব স্কুল, বিশ্ববিদ্যালয় ও ডে কেয়ার সুবিধাগুলো বন্ধ থাকবে। কাল শুক্রবার থেকে জরুরি কর্মী ছাড়া সব কর্মীকে বাড়িতে থাকতে হবে।


ফ্রান্স: দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটিতে করোনাভাইরাসে নতুন করে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ নিয়ে দেশটিতে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৮। এ ছাড়া দেশটিতে দ্রুত করোনায় আক্রান্ত রোগী বাড়ছে। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ার ভেরান আরও দুটি অঞ্চলকে উপদ্রুত অঞ্চল বলে ঘোষণা দিয়েছেন। দেশটিতে করোনায় আক্রান্ত রোগী বেড়ে ২ হাজার ২৮১–তে পৌঁছেছে। নতুন করে ৪৯৭ জন আক্রান্ত হয়েছেন।

ইরান: দেশটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও অন্য দুজন কেবিনেট সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ফারস নিউজ। এ ছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরিকে জনসমক্ষে দেখা যাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে, তাঁরও করোনা সংক্রমণ ঘটেছে।

গুয়েতেমালা: মধ্য আমেরিকার দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুগো মনরয় বলেন, তাঁর দেশ করোনাভাইরাস ঠেকাতে ইউরোপের সব নাগরিকের ঢোকা বন্ধ করে দেবে। তবে গুয়েতেমালায় এখনো করোনাভাইরাসে সংক্রমিত রোগী পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে ইউরোপিয়ান নাগরিকদের ঢোকা বন্ধ।

Source: https://www.prothomalo.com/international/article/1644383/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87