করোনায় মহামারীর ‘কেন্দ্রস্থল’ ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Author Topic: করোনায় মহামারীর ‘কেন্দ্রস্থল’ ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (Read 532 times)

Offline Mrs.Anjuara Khanom

  • Sr. Member
  • ****
  • Posts: 478
  • Test
    • View Profile
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। চীনের পর করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। আর ইউরোপকে প্রাণঘাতী এ ভাইরাসের মহামারীর ‘কেন্দ্রস্থল’ ঘোষণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার এ ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে সংস্থাটি করোনাভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণা দেয়।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের নেতারা আশঙ্কা করে জানান, ৭০ শতাংশ ইউরোপিয়ান করোনাভাইরাসে (কোভিড-১৯) দ্বারা আক্রান্ত হতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস বলেন, ইউরোপ এখন মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি করুণ মাইলফলক।

ইউরোপের দেশ গুলোর সবচেয়ে বাজে অবস্থার ইতালির। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবারে রেকর্ড আরও ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৬ জনে।

এছাড়াও সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের।


বিডি-প্রতিদিন/
Mrs, Anjuara Khanom
Library Assistant Officer,
Daffodil International University
DSC Campus
02224441833/34