করোনার চিকিৎসায় ইনহেলার কতটা কার্যকর?

Author Topic: করোনার চিকিৎসায় ইনহেলার কতটা কার্যকর?  (Read 824 times)

Offline shaiful

  • Jr. Member
  • **
  • Posts: 63
    • View Profile
বিশেষজ্ঞরা বরাবরই বলে আসছেন, করোনাভাইরাস প্রতিরোধের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত উদ্ভাবন হয়নি। সে কারণে বিভিন্ন ধরনের উপসর্গ দেখে চিকিৎসকরা করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে আসছেন।

অন্যদিকে বিজ্ঞানিরা করোনা ঠেকাতে এবং আক্রান্তদের সারিয়ে তোলার জন্য আগে থেকেই উদ্ভাবিত ওষুধ পরীক্ষা করে দেখছেন। এবার কিউয়ী গবেষকরা করোনা ঠেকাতে ইনহেলারের কার্যকারিতা পরীক্ষা করে দেখছেন।  তারা বলছেন, করোনাভাইরাস যেহেতু ফুসফুসে পৌঁছানোর আগে অন্তত চারদিন গলায় আটকে থাকে, সে ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করে করোনাভাইরাসকে সংক্রমণ ঘটানোর পথে বিভ্রান্ত করে বাঁচা যায় কিনা, সে ব্যাপারে অনুসন্ধান করছেন।

অকল্যান্ড হসপিটালের চিকিৎসক রোহান আমেরাতুঙ্গা বলেছেন, আক্রান্ত হওয়ার আগে থেকেই ইনহেলার ব্যবহার করে স্বাস্থ্যসেবাকর্মীরা নিরাপদ থাকতে পারেন। করোনাভাইরাস যেহেতু গলা দিয়ে ফুসফুসে যাচ্ছে এবং এজন্য তার আদ্রতার প্রয়োজন। আমরা আশা করছি, ইনহেলার ব্যবহার করার মাধ্যমে ভাইরাসটি বিভ্রান্ত হয়ে শক্ত অবস্থান তৈরিতে ব্যর্থ হবে।

তিনি আরো বলেন, একবার যদি এই ভাইরাস বিভ্রান্ত হয়, সে অন্য কোনোখানেই আর চেপে বসতে পারবে না। এতে করে করোনা আক্রান্তের ঝুঁকি কমে যাবে। বিষয়টি একটি চাবির সঙ্গে তুলনা করে দেখুন। তালাটি খুলতে হলে চাবির ভাঁজগুলো তালার সঙ্গে সম্পূর্ণ মিলে যেতে হয়, এর কোথাও একটু গড়মিল হলে আর তালাটি খোলে না। করোনা ভাইরাসও একবার বিভ্রান্ত হলে জেঁকে বসতে পারবে না।

সূত্র: আলজাজিরা
Md. Shaiful Islam Khan
Public Relations Officer
Daffodil International University
9138234-5, Ext-154, 01713-493064
Shaiful@daffodilvarsity.edu.bd