কবিতা

Author Topic: কবিতা  (Read 3024 times)

Offline Al Mahmud Rumman

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
কবিতা
« on: November 16, 2020, 01:17:55 PM »
তোমাকে ঘিরে ধরে মহামারি
অনুজীব-ত্রাসে করো হাহাকার
মানুষ, তুমি তো মরেছো ঢের
নিজের গেলানো বিষে বারবার

তবু কেন এত ভয় অযথা?
গান লেখো, সাধ করো বাঁচবার
হাতে হাত রাখতেও কাঁপছো
নিঃশ্বাসে বিষভয় একাকার।

ফিরে দেখো, যা কিছু হলো আজ-
তোমারই দায়ভার ষোলআনা
বাবার লাশ আজ কাঁধে নাও
আসে তোমারও মৃত্যু পরোয়ানা।



(করোনা – রুম্মান মাহমুদ)