সালাম দেওয়ার কয়েকটি ভুল পদ্ধতি❌
সালাম দেওয়ার কয়েকটি ভুল পদ্ধতি❌ :
১. স্লামালাইকুম
অর্থ: উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ)
২. আসসালামালাইকুম
অর্থ: আপনার মৃত্যু হোক (আস্তাগফিরুল্লহ)
৩. স্লামালিকুম
অর্থ: আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ)
৪. আসলা মালিকুম > যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়।
আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার❌ :•অলাইকুম সালাম
•অলাইকুম আস-সালাম
•আলিকুম সালাম
যার উত্তরেও গজব,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়।
নাউজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে✔ :
✨ সালাম এর সঠিক উচ্চারণ হলো:(ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ) ❝
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু।
(وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহু। ❞
বারকাতুহ্।
আরবী দেখে এর সহীহ উচ্চারণ শিখে নেয়া উচিত অন্যথায় ‘ওয়া আলাইকুমুস সালাম’-এর স্থলে ‘অলাইকুম আস সালাম' হয়ে যায়।
অথচ,
আসসালামু আ'লাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক।
ওয়া আ'লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ অর্থাৎ আপনার উপর শান্তি,রহমত ও বরকত নাজিল হোক।
১. আমি আপনার শুধু শান্তি কামনা করলাম,
২.আর আপনি আমার জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করলেন।
এ যেন ইসলাম ধর্মের শাশ্বত,চিরসুন্দর বিধান। যেখানে একটির বিনিময়ে তিনটির দোয়া করা হয়।
Source: https://www.facebook.com/Shetu33/posts/pfbid0idYmjjS1Jv1JKAwTchQDhawWm5dB4wEf3ZWurvhTnSF7AZmm3sUXwhQ1DJfVR3oMl