কিভাবে কথা বলতে হবে?

Author Topic: কিভাবে কথা বলতে হবে?  (Read 234 times)

Offline Khan Ehsanul Hoque

  • Hero Member
  • *****
  • Posts: 549
  • Test
    • View Profile
কিভাবে কথা বলতে হবে?
« on: November 05, 2022, 11:54:45 AM »
কিভাবে কথা বলতে হবে?

কিভাবে কথা বলতে হবে?- কুরআন কারীমে যা এসেছে…
১. কথা বলার পূর্বে সালাম দেয়া। (নূর, ৬১)
২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়) (ক্বফ, ১৮)
৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা। (বাক্বারাহ, ৮৩)
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা। (আরাফ, ৩৩)
৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা। (লুকমান, ১৯ ও হুজুরাত, ২ - ৩)
৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। (নাহল, ১২৫)
৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দ্বার উন্মুক্ত করা। (আহযাব, ৭১ - ৭২)
৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা। (লুকমান, ১৯)
৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা। (হা- মীম সাজদাহ, ৩৪)
১০. উত্তম কথায় দা'ওয়াত দেয়া। (হা- মীম সাজদাহ, ৩৪)
১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। (ছফ, ২)
১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার-নীতি অবলম্বন করা। (আ'রাফ, ১৯৯)
১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয ও কোমল ভাষায় কথা না বলা। (আহযাব, ৩২)
১৪. মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা। (ফুরকান, ৬৩)
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদেরকে তাঁর নির্দেশ মোতাবেক চলার তাওফীক দান করুন, আমীন।

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/433802772255363/
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd