খাবারের গীবত

Author Topic: খাবারের গীবত  (Read 264 times)

Offline Khan Ehsanul Hoque

  • Hero Member
  • *****
  • Posts: 549
  • Test
    • View Profile
খাবারের গীবত
« on: November 12, 2022, 01:07:45 PM »
খাবারের গীবত
অনেক সময় দেখা যায়, মানুষ দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানে খাবারের ভালো-মন্দ বিচার করে থাকে। অনেকে কিছু খাবারকে ভালো বলে আবার অনেক সময় ভালো হয়নি বলে অনীহা প্রকাশ করে। কিন্তু খাবারের ভালো-মন্দ প্রকাশে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রয়েছে সুস্পষ্ট নীতি ও সুন্নাত তরিকা। হাদিসে এসেছে- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কোনো খাবারকে খারাপ বলেননি। তাঁর নীতি ছিলো, কোনো খাবার জিনিস পছন্দ হলে তা তিনি খেয়ে নিতেন আর অপছন্দ হলে তা খাওয়া থেকে বিরত থাকতেন।’
[মুসলিম]

সুতরাং কোনো মুমিন মুসলমানের উচিত নয় যে, কোনো খাবারের ব্যাপারে ভালো-মন্দ দোষারোপ করা। আর তা করলে খাবারের সুন্নাতের পরিপন্থী কাজ হিসেবে বিবচিত হয়। আল্লাহ্ তাআলা মুসলিম উম্মাহকে খাবারের ব্যাপারে হাদিসে ঘোষিত খাবারের দোষ-গুণ বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নীতি অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।

 আমিন ইয়া রাব্বুল আলামীন।

Source: https://www.facebook.com/groups/255085442843062
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd