জান্নাত পাওয়ার সহজ ৬টি আমল

Author Topic: জান্নাত পাওয়ার সহজ ৬টি আমল  (Read 265 times)

Offline Khan Ehsanul Hoque

  • Hero Member
  • *****
  • Posts: 549
  • Test
    • View Profile
জান্নাত পাওয়ার সহজ ৬টি আমল

১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন।আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
-[সহিহ ফাযায়েলে আমল ১৪১,সহিহ তারগিব ৩১৬]
২.মনোযোগী হয়ে আযানের উওর দিবেন।যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।
-[আবু দাউদ ৫২৭]
৩.নিজে সঠিক হওয়া সত্বেও ঝগড়া পরিহার করবেন।রাসুল (সাঃ) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন।
-[আবু দাউদ ৪৮০০]
৪.আল্লাহর সন্তুষ্টির জন্য 'লা ইলাহা ইল্লাল্লাহ'পড়লে তার জন্য জাহান্নাম হারাম।
-[সহিহ বুখারী ৬৪২৩]
৫.অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন।তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন।
-[সুনানে ইবনে মাজাহ ৪৭০]
৬.প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস'পাঠ করবেন।যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত।
-[মিশকাতুল মাসাবিহ ২১৬০]
আগে নামাজ থাকতে হবে

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/436962845272689/
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd