পুরুষদের ধ্বংসের কারণ

Author Topic: পুরুষদের ধ্বংসের কারণ  (Read 223 times)

Offline Khan Ehsanul Hoque

  • Hero Member
  • *****
  • Posts: 549
  • Test
    • View Profile
পুরুষদের ধ্বংসের কারণ
« on: November 19, 2022, 10:59:26 AM »
পুরুষদের ধ্বংসের কারণ
পুরুষদের ধ্বংসের ৮টি কারণ :
১. নেশায় আসক্তি (সিগারেট, মদ-জুয়া ইত্যাদি)
"তোমরা নিজেদের হত্যা কর না"
- (সুরাঃ-নিসা ২৯)
২. কাচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা। - (মুসলিমঃ ২০৭৭)
৩. পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা।
- (ইবনে মাজাহঃ ৩৫৯৫,আবু দাউদ ঃ৪০৫৭)
৪. যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে। নাক-কান ফোড়ানো অর্থাৎ, মহিলাদের চালচলন অনুকরণ করা পুরুষদের জন্য রাসূল (সঃ) এর অভিশাপ।
- (আবু দাউদঃ৪০৯৭,ইবনে মাজাহঃ১৯০৪
৫. সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা। - (নাসাঈঃ৫১৪৪)
৬. পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসূল (সঃ) বলেছেন, এটা জাহান্নামি পুরুষের লক্ষ্মণ। - (আবু দাউদঃ৩১৪০)
৭. ইচ্ছাকৃত ভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাতে আদায় অলসতা। কেননা,"যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলো সে কাফিররের কাজ করলো।
- (মুসলিম ঃ৮২,তিরমিজি ঃ২৬১৯)
৮. দৃষ্টি সংযত না রাখতে পারা (গান বাজনা শোনা মিউজিক এর সাথে লিপ্ত থাকা)
"নিশ্চয়ই কান, চোখ ও অন্তকরন এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে"
- (সূরা বনী ইসরাঈলঃ৩৬)
আল্লাহর আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন।

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/442208851414755/
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd