চ্যাট জিপিটি কিভাবে ব্যাবহার করবেন? (How to use Chat GPT)

Author Topic: চ্যাট জিপিটি কিভাবে ব্যাবহার করবেন? (How to use Chat GPT)  (Read 462 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
আমরা আপনাকে জানাতে চাই যে এটি ব্যবহার করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যেতে পারে এবং অ্যাকাউন্টটি এর অফিসিয়াল ওয়েবসাইটে একেবারে বিনামূল্যে তৈরি করা যেতে পারে। তবে, ভবিৎষতে এমন হতে পারে যে এটি ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি চার্জ দিতে হতে পারে। এখানে অ্যাকাউন্ট খোলার পদ্ধতিটি নিচে ধাপে ধাপে বলা হয়েছে।

এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকেআপনার মোবাইল অথবা কম্পিউটারে ইন্টারনেট চালু করতে হবে এবং তারপর যেকোনো ব্রাউজার খুলতে হবে। ব্রাউজার খোলার পরে Chat.openai.com ওয়েবসাইট খুলতে হবে।
ওয়েবসাইটের হোম পেজ খোলার পর আপনি লগইন এবং সাইন আপের মতো দুটি অপশন দেখতে পাবেন। যার মধ্যে আপনাকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে কারণ এখানে আপনি প্রথমবারের মতো আপনার অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন।
আপনি এখানে ইমেল আইডি বা মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট বা জিমেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। Gmail আইডি দিয়ে এটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে, আপনাকে Continue with Google এর অপশনে ক্লিক করতে হবে।
এখন আপনার ব্রাউজারেযে জিমেইল আইডি গুলি লগইন আছে সেইগুলি দেখতে পাবেন এবং যে Gmail আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চান তার উপর ক্লিক করুন। এরপর আপনি যে প্রথম বক্সটি দেখছেন সেখানে আপনার নাম লিখতে হবে এবং তারপরের বক্সে আপনাকে ফোন নম্বর ফোন নম্বর লিখতে হবে তারপর Continue বোতামে ক্লিক করতে হবে।
এখন আপনি চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট খোলার জন্য যে ফোন নম্বরটি দিয়েছেন তাতে একটি ওটিপি পাঠানো হবে এবং সেটিকে স্ক্রিনে প্রদর্শিত বক্সে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করুন।
ফোন নম্বর যাচাই করার পরে আপনার অ্যাকাউন্ট চ্যাট জিপিটি-তে তৈরি হয়ে যাবে এবং এরপরে আপনি এটি ব্যবহার করতে পারবেন।
Source https://onlinegyan.co.in/what-is-chat-gpt-in-bengali/
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd