হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘শিডিউল গ্রুপ কলস’ সুবিধা

Author Topic: হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘শিডিউল গ্রুপ কলস’ সুবিধা  (Read 263 times)

Offline Khan Ehsanul Hoque

  • Hero Member
  • *****
  • Posts: 549
  • Test
    • View Profile
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘শিডিউল গ্রুপ কলস’ সুবিধা


সামাজিক বা কাজের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত হন। তবে ব্যস্ততা বা অফলাইনে থাকার কারণে সবার পক্ষে সব সময় অন্যদের করা অডিও বা ভিডিওকলে অংশ নেওয়া সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ‘শিডিউল গ্রুপ কলস’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখও শুরু করেছে মেটার মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশনটি।


শিডিউল গ্রুপ কলস সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আগে থেকেই কল করার তারিখ, সময় ও বিষয় নির্দিষ্ট গ্রুপে জানিয়ে দিতে পারবেন। এর ফলে গ্রুপের অন্য সদস্যরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেই কল শিডিউলের বার্তা দেখতে পারবেন। ফলে নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গ্রুপ কলে অংশ নিতে পারবেন।


হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, বর্তমানে গুগল প্লে–স্টোরে থাকা ২.২৩.১৭.৭ সংস্করণে পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহার করা যাচ্ছে। পর্যায়ক্রমে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

ডব্লিউ এ বেটা ইনফোর তথ্যমতে, নতুন এ সুবিধা চালু হলে নির্দিষ্ট গ্রুপের কল বাটনে ক্লিক করে গ্রুপ কলের বিষয়বস্তু উল্লেখ করতে হবে। এরপর সময় ও তারিখ নির্বাচন করে দিলেই গ্রুপের অন্য সদস্যদের কাছে বার্তা চলে যাবে। শুধু তা–ই নয়, গ্রুপ কল শুরুর ১৫ মিনিট আগে আগ্রহী সদস্যদের বার্তা পাঠিয়ে সতর্কও করা হবে।

Source: https://www.prothomalo.com/technology/ltjyuls7fj
Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd