আগন্তুক

Author Topic: আগন্তুক  (Read 379 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 178
  • Test
    • View Profile
আগন্তুক
« on: November 29, 2023, 06:03:07 PM »
এখনো ভাবি তোমাকে, ‘উচ্চধরিত্রী’
মধ্য রাতে কিম্বা ভর-দুপুরে,
-জীবনের  তপ্ত একাকিত্বে,
ছায়া সঙ্গীনির অভিপ্রায়।।

জীবনের পথগুলো বড়ই পিচ্ছিল,
হৃদয়ের অতল গহ্ব্বরে
-বেদনার কালিনীগ্রদে,
এখনও, বারুদপুড়া গন্ধ পাই।।

আকাঁ-বাকাঁ পথে, খেই হারায়,
ভাবনার বিশুদ্ধতা ফিরতেই,
তোমার মুখছবিতে-
ঈশ্বর-ভগবানের ছবি আকিঁ।।

কত কাল গত হয়েছে
শিশিরে পা ভিজেঁনি আমার,
কিন্তু, প্রতিনিয়তই আখিঁ ঝরে
তোমার চিরাচরিত অবহেলায়।।

বন্ধু, কি পেয়েছ কর্মে?
-কেন ধর্মে পালিয়ে বেড়ানো
জীবন শ্রেফ একবারই আসে
ভাল লাগাকে ভালবাসিতে।।

এসো, হেথা ছায়া তলে,
ছোট্ট-বড় ভেদাভেদ ভুলে
সৌমিত্বের বানী তুলে
ভালবাসার জয়গান গায় ।।





« Last Edit: December 02, 2023, 09:37:41 AM by Mohammad Nazrul Islam »