হারাম সম্পদ পরিহার করার নির্দেশঃ

Author Topic: হারাম সম্পদ পরিহার করার নির্দেশঃ  (Read 19 times)

Offline ashraful.diss

  • Full Member
  • ***
  • Posts: 166
  • 'শীঘ্রই রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে'
    • View Profile
    • Daffodil Institute of Social Sciences - DISS

হারাম সম্পদ পরিহার করার নির্দেশঃ


পবিত্র কোরানে হারাম পদ্ধতির মাধ্যমে সম্পদ অর্জন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, এবং হালাল পদ্ধতির মাধ্যমে সম্পদ অর্জন ও ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন-

یٰۤاَیُّہَا النَّاسُ کُلُوۡا مِمَّا فِی الۡاَرۡضِ حَلٰلًا طَیِّبًا ۫ۖ وَّلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ

অর্থঃ হে মানুষ! পৃথিবীতে যা-কিছু হালাল, উৎকৃষ্ট বস্তু আছে তা খাও এবং শয়তানের পদচিহ্ন ধরে চলো না। নিশ্চিত জান, সে তোমাদের এক প্রকাশ্য শত্রু। (সূরা আল বাকারা- আয়াত নং - ১৬৮)

এবং সূরা নাহলের মধ্যে বলা হয়েছেঃ-

فَکُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاشۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ اِیَّاہُ تَعۡبُدُوۡن

“আল্লাহ তোমাদেরকে রিযিক হিসেবে যে হালাল, পবিত্র বস্তু দিয়েছেন, তা খাও এবং আল্লাহর নি'আমতসমূহের শোকর আদায় কর যদি তোমরা সত্যিই তাঁর ইবাদত করে থাক।” ( সূরা আন নাহল-আয়াত নং ১১৪)

হালাল পাওয়ার অনুমতির পর হারাম পরিহার করার জন্য দৃঢ়ভাবে তাগিদ দেওয়া হচ্ছে- যেমন সূরা বাকারার (১৮৮ নং আয়াতে) বলা হয়েছেঃ-

وَلَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ وَتُدۡلُوۡا بِہَاۤ اِلَی الۡحُکَّامِ لِتَاۡکُلُوۡا فَرِیۡقًا مِّنۡ اَمۡوَالِ النَّاسِ بِالۡاِثۡمِ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ 

অর্থঃ তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং বিচারকের কাছে সে সম্পর্কে এই উদ্দেশ্যে মামলা রুজু করো না যে, মানুষের সম্পদ থেকে কোনও অংশ জেনে শুনে পাপের পথে গ্রাস করবে। (সূরা আল বাকারা- আয়াত নং - ১৮৮)

চলবে...........................
Hafez Maulana Mufti. Mohammad Ashraful Islam
Ethics Education Teacher, DISS
Khatib, Central Mosque, Daffodil Smart City
Ashuli , Savar, Dhaka